পবিত্র ইস্টারে রক্তাক্ত হয়েছিল শ্রীলঙ্কা ৷ পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দেশ ৷ প্রাথমিকভাবে তিনটি চার্চ এবং তিনটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণ ঘটায় বিরোধীরা ৷ আইএস এই ঘটনায় দায় স্বীকার করেছে ইতিমধ্যেই ৷ সূত্রের খবর, বিস্ফোরণের সময় আইএস জঙ্গি গোষ্ঠীর তিন সদস্য আত্মঘাতী হয়েছে ৷
স্থানীয় কোনও ব্যক্তি এই বিস্ফোরণের সময় জড়িত ছিল কিনা সেটি তদন্ত করে দেখছে সিআইডি ৷ ইতিমধ্যেই ১০৬জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এদের মধ্যে ১০জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরমধ্যে রয়েছে তামিল মাধ্যম স্কুলের এক শিক্ষক ৷ ৫০টি অবৈধ সিম কার্ড এবং আরও বেশ কিছু অবৈধ জিনিস-সহ ধরা আটক করা হয় তাকে ৷
advertisement
এছাড়াও গ্রেফতারের তালিকায় রয়েছে আরও একটি স্কুলের প্রিন্সিপাল ৷ এছাড়াও রয়েছে একজন স্বনামধন্য চিকিৎসকও ৷
গোটা দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ মেন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ৷ চলছে সার্চ অপারেশন ৷ হোটেল, স্কুল এবং পাবলিক প্লেসগুলিতে নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে ৷