advertisement
তবে কাবুল দখলের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতে থাকে তালিবানদের নানা ভিডিও। কখনও দেখা যায় তারা বাচ্চাদের পার্কে গিয়ে দোলনা চড়ছে। গাড়ি চালাচ্ছে। কাঁধে বন্দুক নিয়ে মেতে উঠেছে শিশুসুলভ আচরণে। যা দেখেও শিউরে উঠছে বিশ্ব। এ কেমন মানসিকতা তাদের। বাচ্চাদের ঘরে বন্দি করে , খেলার জায়গায় নিজেদের চরম ঘৃন্য মানসকিতার ছবি বার বার উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। গোটা বিশ্ব দেখছে সে ছবি। এবার ভাইরাল হল তালিবানদের আইসক্রিম খাওয়ার ছবি।
আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম নিয়ে খেতে খেতে ছবি পোস্ট করেছে একদল তালিবানি সেনা। হাতে বন্দুক । এই ছবি ট্যুইটারে শেয়ার হতেই শোরগোল পড়ে যায়। সকলে লিখতে থাকেন , এ কোন অরাজকতা। কোন খেলায় মেতেছে তারা। ইসলামের নামে এ কি করছে তারা। কেউ কেউ লিখেছেন, 'এর পরের প্ল্যান কি ডিসনি ল্যান্ডে যাওয়া?" এই ছবি দেখে ফের সরব হয়েছেন নেটিজেনরা। যদিও সেসব নিয়ে মাথা ব্যথা নেই তালিবানিদের। তারা রক্তের নোংরা খেলায় মেতে রয়েছে। এর পরিণতি ঠিক কি হতে চলেছে আন্দাজ করা গেলেও, বিশ্বাস করা মুশকিল হয়ে যাচ্ছে।