মেক্সিকো সিটি: যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। সারি সারি পড়ে রয়েছে মাথার খুলি ! শুধু তাই নয়, তা দিয়েই তৈরি হয়েছে আস্ত একটা মিনার বা টাওয়ার ৷ যা দেখেই ভয়ে আঁতকে উঠতে হয় ৷ মেক্সিকো সিটির একেবারে কেন্দ্রস্থলেই প্রত্নতাত্ত্বিকেরা খননের পর উদ্ধার করেছিলেন এই মানুষের মাথার খুলি দিয়ে তৈরি অ্যাজটেক টাওয়ার (Aztec tower of human skulls )।
advertisement
কঙ্কালের পর কঙ্কাল দিয়ে নির্মিত লম্বা এক মিনার। ঠিক মৃত্যুদূতের সিংহাসনের মতো। তৈরি হয়েছে মানুষের মাথার খুলি দিয়ে। বেশ কয়েকবছর আগেই এটি আবিষ্কার হওয়ার পর বছরের পর বছর ধরে তা নিয়ে গবেষণা জারি রেখেছেন প্রত্নতাত্ত্বিকেরা ৷
প্রথমে বেশ কিছু খুলি এবং হাড় পাওয়া গিয়েছিল ওই অঞ্চল থেকে। বেরিয়ে এসেছিল টাওয়ারের খানিকটা অংশ। এরপর প্রায় একসঙ্গেই উদ্ধার হয় ১০০-র বেশি মানব খুলি ৷ মেক্সিকোর রাজধানীতে প্রায় ৬ বছর আগে একটি পুরনো বাড়ির রেনোভেশনের সময়েই উদ্ধার হয় মানুষের মাথার খুলি ৷ তারপর এক এক করে সেই সংখ্যা বাড়তে থাকে ! এভাবেই ১০০-র বেশ মানুষের মাথার খুলি উদ্ধার হয় ওই অঞ্চল থেকে ৷ এটি মেক্সিকোর প্রাচীণ অ্যাজটেক সভ্যতার একটি মন্দির বলেই ধারণা বিশেষজ্ঞদের ৷ তবে এই নিয়ে গবেষণা জারি রেখেছেন তাঁরা ৷
মেক্সিকোর প্রাচীণ অ্যাজটেক সভ্যতার মানুষেরা সূর্যদেবতার উপাসক ছিলেন বলেই ইতিহাসে জানা যায় ৷ এই মানব-খুলি দিয়ে তৈরি টাওয়ার একটি অ্যাজটেক মন্দিরেরই অংশ বলে ধারণা প্রত্নতাত্ত্বিকদের ৷ অ্যাজটেকদের রাজধানী ছিল ‘Tenochtitlan’ যা বর্তমানে মেক্সিকো সিটি নামে পরিচিত ৷ Huitzilopochtli মন্দিরেই ওই মানব খুলি দিয়ে তৈরি মিনার ছিল বলে অনুমান বিশেষজ্ঞদের ৷