TRENDING:

মানসিক অবসাদে ভুগতেন টরেন্টোর হামলাকারী, জানাল পরিবার

Last Updated:

মানসিক অবসাদে ভুগতেন টরেন্টোর হামলাকারী, জানাল পরিবার ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টরেন্টো: রবিবার রাতে টরেন্টোর রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ২ জনের । আহত প্রায় ১৩ জন । হামলার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয় হামলাকারী । এই ঘটনায় ২৯ বছর বয়সী ফয়জল খান নামক এক ব্যক্তিকে হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ।
advertisement

ফয়জলের পরিবার জানিয়েছে অনেকদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । বেশিরভাগ সময়ই মনমরা হয়ে থাকতেন ফয়জল । মনোবিদ ও ওষুধের সাহায্য নেওয়া হলেও তা একদমই তাঁর অবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি ।

হুসেন পরিবার জানিয়েছেন তাঁরা কেউই বুঝতে পারেননি ফয়জল এই ভয়াবহ পরিণতি বেছে নেবে । একই সাথে তাঁরা নিহতদের পরিবারের কাছেও ক্ষমা চেয়েছেন ।

advertisement

নিহতদের মধ্যে আছেন ১৮ বছরের রিজ ফ্যালন । সদ্য হাইস্কুল থেকে পাশ করেছিলেন তিনি । এর পাশাপাশি কানাডার লিবারাল দলের হয়েও কাজ করতেন । খুব তাড়তাড়িই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার কথা ছিল তাঁর ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুখ্য পুলিশ মার্ক সন্ডার্স জানিয়েছেন টরেন্টো শহর একটি নিরাপদ জায়গা বলে রীতিমত গর্ব করতেন শহরের বাসিন্দারা । কিন্তু ধরনের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা । এর আগেও এপ্রিল মাসে টরেন্টোতেই ট্রাকে পিষে ১০জন পথচারীকে হত্যা করেন আলেক মিনাসিয়ান নামক এক ব্যক্তি ।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
মানসিক অবসাদে ভুগতেন টরেন্টোর হামলাকারী, জানাল পরিবার