তবে বরাতজোরে এই ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ তুরস্ক সরকারের দাবি, দু জন আত্মঘাতী জঙ্গির মধ্যে একজননকে নিষ্ক্রিয় করতে গিয়ে দুই পুলিশ অফসারের অল্প লাগে৷
আরও পড়ুন: এতদিন ছিল জাপানে, এবার ১৪ মিনিটের নতুন চমক বন্দে ভারত এক্সপ্রেসে!
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ তুরস্কের আঙ্কারা শহরে এই আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ তুরস্ক সরকারের অভ্যন্তরীণ মন্ত্রকের দফতরের বাইরে নিজেকে উড়িয়ে দেয় এক জঙ্গি৷
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি গা়ড়ি এসে ওই সরকারিদফতরের থামল৷ এর পর গড়ি থেকে নেমেই এক ব্যক্তি ওই সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে থাকে সে৷ কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি৷ দেখা যায় আগুনের গোলা৷ এমন কি, কয়েক কিলোমটার দূর থেকেও বিস্ফোরণের শবদ শোনা যায়৷
তুরস্ক সরকারের পক্ষে থেকে জানানো হয়েছে, দুই জঙ্গির মধ্যে একজনকে নিষ্ক্রিয় কার সম্ভব৷ তবে এই হামলার ঘটনায় দুই পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন৷ এই ঘটনাকে জঙ্গি হামলা বলেই দাবি করেছে তুরস্ক সরকার৷ তবে কোনও জঙ্গি গোষ্ঠী এই মামলার দায় কোনও জঙ্গি সংগঠনই নেয়নি৷