TRENDING:

চোখের পলকে নিজেকে উড়িয়ে দিল আত্মঘাতী জঙ্গি, তুরস্কে হামলার ভয়াল ভিডিও ভাইরাল

Last Updated:

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি গা়ড়ি এসে ওই সরকারিদফতরের থামল৷ এর পর গড়ি থেকে নেমেই এক ব্যক্তি ওই সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে থাকে সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আঙ্কারা: রবিবার তুরস্কের সংসদ ভবনের কাছে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে এল৷ কীভাবে একজন আত্মঘাতী জঙ্গি সংসদ ভবনের অনতিদূরে গাড়ি থেকে নেমে নিজেকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল, সেই মুহূর্তের ভিডিও এখন প্রায় গোটা বিশ্বে ভাইরাল৷
বিস্ফোরণের মুহূর্তের ছবি।
বিস্ফোরণের মুহূর্তের ছবি।
advertisement

তবে বরাতজোরে এই ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ তুরস্ক সরকারের দাবি, দু জন আত্মঘাতী জঙ্গির মধ্যে একজননকে নিষ্ক্রিয় করতে গিয়ে দুই পুলিশ অফসারের অল্প লাগে৷

আরও পড়ুন: এতদিন ছিল জাপানে, এবার ১৪ মিনিটের নতুন চমক বন্দে ভারত এক্সপ্রেসে!

রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ তুরস্কের আঙ্কারা শহরে এই আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ তুরস্ক সরকারের অভ্যন্তরীণ মন্ত্রকের দফতরের বাইরে নিজেকে উড়িয়ে দেয় এক জঙ্গি৷

advertisement

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি গা়ড়ি এসে ওই সরকারিদফতরের থামল৷ এর পর গড়ি থেকে নেমেই এক ব্যক্তি ওই সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে থাকে সে৷ কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি৷ দেখা যায় আগুনের গোলা৷ এমন কি, কয়েক কিলোমটার দূর থেকেও বিস্ফোরণের শবদ শোনা যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

তুরস্ক সরকারের পক্ষে থেকে জানানো হয়েছে, দুই জঙ্গির মধ্যে একজনকে নিষ্ক্রিয় কার সম্ভব৷ তবে এই হামলার ঘটনায় দুই পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন৷ এই ঘটনাকে জঙ্গি হামলা বলেই দাবি করেছে তুরস্ক সরকার৷ তবে কোনও জঙ্গি গোষ্ঠী এই মামলার দায় কোনও জঙ্গি সংগঠনই নেয়নি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
চোখের পলকে নিজেকে উড়িয়ে দিল আত্মঘাতী জঙ্গি, তুরস্কে হামলার ভয়াল ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল