রবিবার ইস্টারের সকালে ধারাবাহিক আটটি বিস্ফোরণের কেঁপে উঠেছিল শ্রীলঙ্কা। সকাল আর দুপুরে ৮টি বিস্ফোরণে মৃত্যপুরীর রূপ নেয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও আরও কয়েকটি শহর ৷ বিস্ফোরণে মৃত ৩২১, জখম ৫২১। তদন্তে, সেন্ট সেবাস্টিয়ান চার্চের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ১ আত্মঘাতী জঙ্গির ছবি পাওয়া গিয়েছে।
রবিবারের বিস্ফোরণ গত ১ দশকের মধ্যে সবচেয়ে বড় জঙ্গি হামলা । প্রথম বিস্ফোরণ হয় ৩টি চার্চে-- কলম্বোর সেন্ট অ্যান্টনি, নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান ও বাত্তিকালোয়ার জিয়ন গির্জায় প্রায় একই সময় বিস্ফোরণ হয়। এর পরের টার্গেট ছিল কলম্বোর অভিজাত হোটেল। পরপর বিস্ফোরণ সিনামন গ্র্যান্ড, শানগ্রিলা, কিংসবারি ও মাউন্ট ল্যাভিনিয়া হোটেলে। শেষ বিস্ফোরণটি হয় কলম্বো লাগোয়া দেমাতাগোড়ার একটি আবাসনে ৷
advertisement
Location :
First Published :
April 23, 2019 5:07 PM IST