TRENDING:

শ্রীদেবীর মৃত্যু বাথটাবের জলে ডুবেই, দেখে নিন দুবাইয়ের সেই বিলাসবহুল হোটেলের ছবি

Last Updated:

হৃদরোগে আক্রান্ত হয়েই স্নান করার সময়ে বাথটাবের জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: ভেবেছিলেন স্ত্রীকে চমকে দেবেন। কিন্তু স্ত্রীই তাঁকে এমন নিদারুণ চমক দেবেন তা দুঃস্বপ্নেও ভাবেননি বনি কাপুর। বাথরুমের দরজা ভেঙে স্ত্রী শ্রীদেবীকে যখন উদ্ধার করলেন তখন সব শেষ। আধঘণ্টার ব্যবধানে সারপ্রাইজের আনন্দ বদলে গেল শোকে। চিরদিনের মতো নিথর হয়ে গিয়েছেন স্বপ্ন কি রানি।
advertisement

দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্স হোটেল ৷ ৫৬ স্টোরির এই বিলাসবহুল হোটেলে রয়েছে ৪০টি বিলাসবহুল সুইট ৷ দুই টাওয়ারের এই হোটেলের উচ্চতা ৩০৯ মিটার বা ১০১৪ ফুট ৷ বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এই হোটেল ৪৮ নম্বরে পড়ে ৷ এমিরেটস টাওয়ার্স হোটেল বিশ্বের তৃতীয় উচ্চতম হোটেল ৷ ২০০০ সালের ১৫ এপ্রিল এই হোটেল তৈরি হয় ৷ এখানেই শেষপর্যন্ত বাথটাবে ডুবে মৃত্যু হয় ‘রূপ কি রানি’ শ্রীদেবীর ৷

advertisement

মৃত্যুর প্রায় দু’দিন পরে সোমবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ বাথটাবের জলে ডুবেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর ৷ হৃদরোগে আক্রান্ত হননি অভিনেত্রী ৷ নেশাগ্রস্ত অবস্থায় বাথটাবে ডুবে মৃত্যু হয়েছে তাঁর ৷ এই মৃত্যু নিছক একটি দুর্ঘটনা ৷ ফরেনসিক রিপোর্টে দুবাই পুলিশের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷ শ্রীদেবীর রক্তে অ্যালকোহলও মিলেছে ৷ নেশাগ্রস্ত অভিনেত্রী স্নান করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাথটাবে পড়ে যান ৷ দমবন্ধ হয়েই মারা যান শ্রীদেবী বলে জানিয়েছে পুলিশ ৷

advertisement

ভাগ্নে মোহিত মারওয়ার বিয়েতে ছোট মেয়ে খুশিকে নিয়ে দুবাইতে গিয়েছিলেন বনি কাপুর এবং শ্রীদেবী। বিয়ে মিটে যাওয়ার পর বিশেষ কাজের জন্য মেয়েকে নিয়ে মুম্বই ফিরে আসেন বনি কাপুর। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার হোটেলে থেকে গিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু স্ত্রীকে চমকে দিতে শনিবার ফের দুবাই যান বনি কাপুর।

advertisement

দুবাইয়ের স্থানীয় সময় সাড়ে পাঁচটা নাগাদ হোটেলে শ্রীদেবীর ঘরে পৌঁছন বনি কাপুর। দু-জনের মধ্যে মিনিট পনেরো কথা হয়। এই সময়ই শ্রীদেবীকে সারপ্রাইজ ডিনারের কথা বলেন বনি। রাজি হয়ে যান শ্রীদেবীও। এজন্য বাথরুমে ফ্রেশও হতে যান। কিন্তু অনেকটা সময় কেটে গেলেও শ্রীদেবী না বেরোনোয় আশঙ্কিত হয়ে পডে়ন বনি। ডাকাডাকি করেও সাড়া পাননি। এবার বাধ্য হয়েই বাথরুমের দরজা ভেঙে ফেলেন বনি কাপুর। বাথরুমে ঢুকে তিনি দেখেন, বাথটবে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন শ্রীদেবী। বাথটব থেকে তুলে শ্রীদেবীর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন বনি। কিন্তু কোনও লাভ হয়নি। এরপর দুবাইয়ের বন্ধুকে ফোন করেন বনি। স্থানীয় সময় রাত ৯টা নাগাদ পুলিশকে ফোন করেন। শ্রীদেবীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

advertisement

অনুরাগীদের কৌতূহল

------

- বিয়ে মিটে যাওয়ার পর কেন দুবাইতেই থেকে গেলেন শ্রীদেবী ?

- শ্রীদেবীর শরীর কি আগে থেকেই খারাপ ছিল ?

- ২ দিন কেন হোটেল থেকে বেরোলেন না কেন ?

- বনি কাপুরের সারপ্রাইজ ডিনারের ভাবনা কি তৎক্ষণাৎ?

- দেরি করে কেন পুলিশকে ফোন ?

কাপুর পরিবারসূত্রে খবর, নিজের প্রথম ছবির কাজে ব্যস্ত থাকায় বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি বড় মেয়ে জাহ্নবী। তাঁর জন্য কিছু কেনাকাটা করতেই দুবাইতে থেকে গিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু প্রিয় অভিনেত্রীর এভাবে মৃত্যু! এখনও বিশ্বাস করতে পারছেন না অনুরাগীরা। তাঁদের কৌতূহলও আছড়ে পড়ছিল সোশাল মিডিয়ায়। এই মৃত্যু কি নিতান্তই স্বাভাবিক? পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ার আগেই আসরে নামে কাপুর পরিবার। একতা কাপুর টুইট করে জানান, হৃদরোগের কোনও সমস্যা ছাড়াই জনসংখ্যার এক শতাংশ মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। এটাই সত্য। শেষ পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টও জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই স্নান করার সময়ে বাথটাবের জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
শ্রীদেবীর মৃত্যু বাথটাবের জলে ডুবেই, দেখে নিন দুবাইয়ের সেই বিলাসবহুল হোটেলের ছবি