সংবাদসংস্থা এএফপি-কর খবর অনুযায়ী, ১১ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়৷ ওইদিনই তাঁর রোমে যাওয়ার কথা ছিল৷
হ্যালিগানের দাবি, ‘‘যে কোনও বৈদেশিক এবং আভ্যন্তরীণ বিষয় থেকে আমেরিকার মানুষকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য৷ যে অভিযোগ রয়েছে ওঁর বিরুদ্ধে, তা সত্যি হলে বিষয়টি আমেরিকার মানুষের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নের সাথে জড়িত৷’’
advertisement
প্রায় ২০ বছর ধরে আমেরিকা প্রশাসনের উপদেষ্টার কাজ করে আসছেন টেলিস৷ এএফপি-র খবর অনুযায়ী, তিনি নাকি তাঁর বাড়িতে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত প্রায় ১০০০ পাতার টপ সিক্রেট, গোপন নথি বেআইনি ভাবে রেখে দিয়েছিলেন৷
অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর টেলিস আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে যান এবং সেখান থেকে মার্কিন বিমান প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত নথি প্রিন্ট করান৷ এরপরে ভার্জিনিয়া ফেয়ারফেক্সের একটি রেস্তোরাঁয় চিনা আধিকারিকের সঙ্গে দেখা করেন৷
একটি ডিনার পার্টিতে টেলিস ম্যানিলা খাম নিয়ে ঢোকেন৷ কিন্তু, বেরনোর সময় তাঁর হাতে সেটি ছিল না৷ এছাড়া, দু’বার তাঁকে চিনা আধিকারিক গিফট ব্যাগ দিয়েছে বলেও জানা গিয়েছে৷
মার্কিন অ্যাটর্নি অফিসের এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে টেলিসের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ২৫০,০০০ ডলার জরিমানা, ১০০ ডলার বিশেষ মূল্যায়ন এবং জরিমানা হতে পারে।