TRENDING:

এখনও পর্যন্ত ১৫০ সন্তানের বাবা হয়েছেন এই ব্যক্তি! আরও ১০ শিশু জন্মাবে এ বছরই

Last Updated:

কৃত্রিম ভাবে ছাড়াও, যৌন সম্পর্কের মাধ্যমেও তিনি নিঃসন্তান দম্পতিদের সন্তানসুখ দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আর্জেন্টিনা: তিনি ১৫০ টি সন্তানের গর্বিত পিতা । আর ১০ শিশু হয়তো এ বছরই পৃথিবীর আলো দেখবে । মোট শিশুর সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৬০-এ । শুধুমাত্র লকডাউনেই এখনও পর্যন্ত তাঁর ছয় সন্তানের জন্ম হয়েছে । এই ব্যক্তি আর্জেন্টিনার একজন স্পার্ম ডোনার ।
advertisement

৪৯ বছরের এই স্পার্ম ডোনারের নাম জো । গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় থাকে তাঁর ১৫০ সন্তান । সম্প্রতি জো’র শুক্রানুর মাধ্যমে ৫ জন মহিলা গর্ভবতী হয়েছেন ।

স্পার্ম ডোনারদের কাজই হল নিঃসন্তান দম্পতিদের মুখে আনন্দের হাসি এনে দেওয়া । অনেকে আবার সিঙ্গল মাদার হতে চান । তাঁরাও সেক্ষেত্রে পছন্দের স্পার্ম ডোনারকে বেছে নেন । বলিউড সিনেমা ভিকি ডোনারে এই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল । লকডাউনে জো আটকে গিয়েছিলেন আর্জেন্টিনায় । কিন্তু সেখানেও নিজের পেশা বন্ধ করেননি তিনি ।

advertisement

২০০৮ সাল থেকে এই কাজ করছেন জো। নিজের কাজ নিয়ে বেশ খুশি ও গর্বিত তিনি । অসুখী, সন্তানহীন দম্পতিদের মুখের হাসিই তাঁকে ভরিয়ে রাখে, বলে জানান তিনি । বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সন্তানদের প্রত্যেককেই অন্তত একবার করে দেখেছেন তিনি । অনেকেই তাঁর মতোই দেখতে । ১৫০ সন্তানের বাবা হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন জো ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জো জানিয়েছেন, লকডাউনের কারণে তাঁর কাজের চাপ আরও বেড়ে গিয়েছিল। অনেকেই যৌন সংসর্গ এড়িয়ে কৃত্রিমভাবে স্পার্ম গ্রহণ করে সন্তানের জন্ম দিতে চেয়েছেন । তাই এই মুহূর্তে নিজের কাজ নিয়ে জো দারুণ ব্যস্ত বলে জানিয়েছেন তিনি ।

বাংলা খবর/ খবর/বিদেশ/
এখনও পর্যন্ত ১৫০ সন্তানের বাবা হয়েছেন এই ব্যক্তি! আরও ১০ শিশু জন্মাবে এ বছরই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল