TRENDING:

Snow in Desert: প্রকৃতির কী খেলা! তীব্র তুষারঝড়ে বরফে ঢাকল শুষ্ক মরুভূমি

Last Updated:

Snow in Desert: মরু অঞ্চল ঢেকে গিয়েছে তুষারপাতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যালিফর্নিয়া : ইন্টারনেটে ঝড় তুলেছে উত্তর আমেরিকার সোনোরান মরুভূমির গ্রান দেসিয়ের্তো দ্য অল্টার অঞ্চল৷ কারণ চলতি মাসের গোড়ায় এই মরু অঞ্চল ঢেকে গিয়েছে তুষারপাতে৷ সেই ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে৷ প্রসঙ্গত আমেরিকার অ্যারিজোনা, ক্যালিফর্নিয়া ও সোনোরা প্রদেশে ১ লক্ষ ২০ হাজার বর্গমাইল অংশ জুড়ে বিস্তৃত সোনোরান মরুভূমি৷ শীতকালের রাতে চরম ঠান্ডা ও গ্রীষ্মে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এই মরুভূমির তাপমাত্রা৷ গরমে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছয় তাপমাত্রা৷
advertisement

কিন্তু ইদানীং আবহাওয়া পরিবর্তনের সাক্ষী এই মরুভূমি৷ ১৯৮৯ সালের পর আবার এই মরুতে বয়ে গেল তুষারঝড়৷ দুর্যোগের জেরে সোনোরান মরুভূমির কিছু অংশ ঢাকা পড়েছিল ১০ সেমি পুরু বরফের নীচে৷ কোথাও কোথাও জমেছিল ২ থেকে ৪ ইঞ্চির পুরু বরফের চাদর৷ পুলিৎঝার জয়ী ল্যান্ডস্কেপ আলোকচিত্রী জ্যাক ডাইকিঙ্গা এই মরুভূমির ছবি তুলে প্রশংসিত হয়েছেন৷ তিনি জানিয়েছেন বরফে ঢাকা মরুভূমি জাদুনগরীর মতো মনে হচ্ছিল৷

advertisement

আরও পড়ুন :  স্কুল ছাড়ার ১৬ বছর পর প্রিয় শিক্ষিকার প্রেমে হাবুডুবু প্রাক্তন ছাত্রী, এনগেজড হয়ে এখন তাঁরা লিভ ইন সম্পর্কে

সেরা ভিডিও

আরও দেখুন
বাবা নেই, মা হাসপাতালের সাফাই কর্মী, মেয়ে ফুটবল পায়ে দেশের মুখ উজ্জ্বল করল বিশ্ব দরবারে
আরও দেখুন

শীতকালে পশ্চিম আমেরিকার অ্যারিজোনা ও অন্যান্য অঞ্চল ঢেকে যায় পুরু চাদরের নীচে৷ গত ৭০ বছরের মধ্যে এ বার তীব্রতম তুষারপাত হয়েছে এখানে৷ জমেছিল ১১ ইঞ্চি বরফ৷ ক্যালিফর্নিয়ার তুষারও ভেঙেছে গত ৪০ বছরের রেকর্ড৷ তবে মরুভূমিতে তুষারপাত সত্যি চমকপ্রদ৷ বরফ মোড়া সোনোরানের ছবি দেখে নেটিজেনরা অভিভূত।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Snow in Desert: প্রকৃতির কী খেলা! তীব্র তুষারঝড়ে বরফে ঢাকল শুষ্ক মরুভূমি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল