TRENDING:

US School Shooting: শিক্ষিকাকে গুলি করল ছ' বছরের ছাত্র, আমেরিকার স্কুলে আতঙ্ক! ছক কষেই হামলা, দাবি পুলিশের

Last Updated:

পুলিশ আরও জানিয়েছে, গুলিবিদ্ধ শিক্ষিকার বয়স তিরিশের কোঠায়। তাঁর আঘাত যথেষ্ট গুরুতর। এমন কি, জীবন সংশয়ও রয়েছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভার্জিনিয়া: আমেরিকার ভার্জিনিয়ায় স্কুলের ভিতরেই শিক্ষিকাকে গুলি করল ছ' বছরের এক ছাত্র। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষক। যদিও ক্লাসের অন্য় কোনও পড়ুয়া আহত হয়নি। ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার রিকনেক এলিমেন্টারি স্কুলে।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

স্থানীয় এক পুলিশ কর্তা স্টিভ ড্রিউ বলেন, 'অভিযুক্ত ছ' বছরের এক ছাত্র। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।' ওই পুলিশ কর্তা আরও স্পষ্ট করে দিয়েছেন, কোনও দুর্ঘটনা বশত নয়, শিক্ষিকাকে লক্ষ্য় করে ইচ্ছে করেই গুলি চালিয়েছে ওই খুদে পড়ুয়া।

আরও পড়ুন: ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ

advertisement

পুলিশ আরও জানিয়েছে, গুলিবিদ্ধ শিক্ষিকার বয়স তিরিশের কোঠায়। তাঁর আঘাত যথেষ্ট গুরুতর। এমন কি, জীবন সংশয়ও রয়েছে তাঁর।

ঘটনায় স্তম্ভিত স্কুলের অন্য়ান্য় শিক্ষক-শিক্ষিকারাও। স্কুলের প্রধান জর্জ পার্কার বলেন, 'আমি বাকরুদ্ধ, হতাশ!ছোটদের হাতে যাতে বন্দুক না আসে তার জন্য় সবার সহযোগিতা প্রয়োজন।'

আরও পড়ুন: লক্ষ্য ১০০! তিন স্ত্রী, ৬০তম সন্তানের জন্ম, পিতৃত্বের স্বাদ ছাড়বেন না চিকিৎসক, চতুর্থ বিয়ের তোড়জোড়!

advertisement

আমেরিকায় স্কুলে গুলি চালানোর ঘটনা এই প্রথম নয়। গত বছর মে মাসে টেক্সাসে ১৮ বছর বয়সি এক বন্দুকবাজের হামলায় একটি স্কুলের ১৯ জন পড়ুয়া এবং দু' জন শিক্ষকের মৃত্য়ু হয়েছিল।

শুধুমাত্র গত বছরই আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে ৪৪ হাজার মৃত্য়ু হয়েছে। এর মধ্য়ে অর্ধেক মৃত্য়ুই খুন, দুর্ঘটনা অথবা আত্মরক্ষা করতে গিয়ে ঘটেছে। বাকি অর্ধেক আত্মহত্য়ার ঘটনা বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
US School Shooting: শিক্ষিকাকে গুলি করল ছ' বছরের ছাত্র, আমেরিকার স্কুলে আতঙ্ক! ছক কষেই হামলা, দাবি পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল