TRENDING:

Singapore airlines tragedy: মাঝ আকাশে মহাবিপদ! সিঙ্গাপুরগামী বিমানে প্রবল ঝাঁকুনিতে মৃত যাত্রী, আহত বহু

Last Updated:

সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই বিমানটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাঙ্কক: মাঝ আকাশে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে গিয়ে বিমানে ঝাঁকুনি হওয়া নতুন কিছু নয়৷ কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান মাঝ আকাশে থাকা অবস্থায় মারাত্মক ঝাঁকুনির জেরে মৃত্যু হল এক যাত্রীর৷ আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন৷
ব্যাঙ্ককে জরুরি অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি৷
ব্যাঙ্ককে জরুরি অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি৷
advertisement

বিমান পরিবহণের ইতিহাসে এমন ঘটনা বিরল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ ইতিমধ্যেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই বিমানটি ব্যাঙ্ককে জরুরি অবতরণ করেছে৷ সেখানেই আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে৷

আরও পড়ুন: ‘সত্যি সামনে এসেছে…’ বসিরহাটের সভা থেকে সন্দেশখালি নিয়ে বিরাট ঘোষণা মমতার

সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই বিমানটি৷ বোয়িং ৭০৭-৩০০ ইআর মডেলের বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী ছিলেন৷ এ দিন স্থানীয় সময় বিকেল ৩.৪৫ নাগাদ বিমানটি ব্যাঙ্ককে জরুরি অবতরণ করে৷

advertisement

বিমানসংস্থা জানিয়েছে, মাঝ আকাশেই বড়সড় দুর্যোগের মধ্যে পড়ে যায় বিমানটি৷ যার জেরে বিমানের ভিতরে মারাত্মক ঝাঁকুনি শুরু হয়৷ এই ঝাঁকুনির ফলেই আহত হন যাত্রীরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বি্মানের যাত্রীরা সিট বেল্ট না পরে থাকলে বেশি ঝাঁকুনির সময় আসন থেকে ছিটকে পড়ে চোট লাগার আশঙ্কা থাকে৷ বিশেষত বিমান চালকের কাছে খারাপ আবহাওয়ার সতর্কবার্তা না থাকলে আগাম যাত্রীদের সতর্ক করা সুযোগও থাকে না৷ সেক্ষেত্রে এমন ঘটনা ঘটা অস্বাভাবিক নয়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Singapore airlines tragedy: মাঝ আকাশে মহাবিপদ! সিঙ্গাপুরগামী বিমানে প্রবল ঝাঁকুনিতে মৃত যাত্রী, আহত বহু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল