TRENDING:

মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে মৃত শিখ পুলিশ অফিসার

Last Updated:

শেরিফ গঞ্জালেজের মতে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই ধালিওয়ালকে হত্যা করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাউস্টন: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রবাসী ভারতীয় শিখ অফিসার সন্দীপ ধালিওয়ালের । টেক্সাসে ট্রাফিকে দাঁড়িয়ে থাকাকালীন ওই পুলিশ অফিসারকে লক্ষ করে গুলি করা হয় ।
advertisement

শেরিফ এড গঞ্জালেজ জানিয়েছেন ১০ বছর ধরে ট্রাফিক বিভাগে কর্মরত সন্দীপ ধালিওয়াল ট্রাফিকে ওই গাড়িটিকে দাঁড়াতে বলেছিলেন । গাড়ির ভিতর একজন মহিলা ও পুরুষ ছিলেন ও তাঁদেরই একজন হঠাৎ করে সরাসরি কর্তব্যরত অফিসারকে গুলি করেন । শেরিফ গঞ্জালেজের মতে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই ধালিওয়ালকে হত্যা করা হয়েছে ।

পুলিশ সূত্রের খবর, ঘটনার তদন্ত করা হচ্ছে ও বন্দুকবাজের গাড়িটি পাওয়া গিয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

প্রসঙ্গত, একজন শিখ সম্প্রদায়ভুক্ত হিসেবে পুলিশ ইউনিফর্মের সঙ্গে পাগড়ী পড়ার অনুমতি পেয়েছিলেন ধালিওয়াল ।তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চাও হয়েছিল ।

বাংলা খবর/ খবর/বিদেশ/
মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে মৃত শিখ পুলিশ অফিসার