TRENDING:

Sheikh Hasina: দু' দফায় নিহত ৩০০, পদত্যাগের দাবি! চাপের মুখেও কঠোর অবস্থান, কী করবেন হাসিনা?

Last Updated:

ইতিমধ্যেই বাংলাদেশ জুড়ে মন্ত্রী, সাংসদদের বাড়ি সহ আওয়ামি লিগের বিভিন্ন দফতরে হামলা চালাতে শুরু করেছেন বিক্ষোভকারীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: তাঁর পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই এই মুহূর্তে আগুন জ্বলছে বাংলাদেশে৷ যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও নমনীয় হওয়ার কোনও ইঙ্গিত দিচ্ছেন না৷ বরং সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, যারা অশান্তিতে মদত দিচ্ছেন তাদের কঠোর হাতে দমন করা হবে৷
চাপের মুখেও অনড় শেখ হাসিনা৷ ছবি- রয়টার্স
চাপের মুখেও অনড় শেখ হাসিনা৷ ছবি- রয়টার্স
advertisement

গত জুলাই মাস থেকে শুরু হওয়া সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে দু’ দফায় বাংলাদেশে সবমিলিয়ে প্রায় ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা কয়েকশো৷ বাংলাদেশের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও গত শনিবার থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ৷ এবার সরাসরি শেখ হাসিনার পদত্যাগের দাবিতেই সরব হয়েছেন আন্দোলনকারীরা৷

advertisement

শেখ হাসিনা নিজে অবশ্য অভিযোগ করেছেন, বাংলাদেশ জুড়ে যারা হিংসা ছড়াচ্ছে তারা ছাত্র নয়, সন্ত্রাসবাদী৷ এখনও পর্যন্ত দু দফায় প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শেখ হাসিনা৷ বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিই সম্ভবত প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ৷ পদত্যাগের দাবির মুখে হাসিনা কী কৌশল নেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন৷ বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মহম্মদ আলি আরাফত জানিয়েছেন, ‘সরকার শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চায়৷ কিন্তু অশান্তি করলে কঠোর হাতেই তা দমন করবে সরকার৷’

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে মৃত শতাধিক, কারফিউয়ের মধ্যেই আজ ঢাকা অভিযানের ডাক ছাত্রদের!

ইতিমধ্যেই বাংলাদেশ জুড়ে মন্ত্রী, সাংসদদের বাড়ি সহ আওয়ামি লিগের বিভিন্ন দফতরে হামলা চালাতে শুরু করেছেন বিক্ষোভকারীরা৷ দেশের ৩৯টি জেলা থেকে এই ধরনের হামলার খবর এসেছে৷ আওয়ামি লিগের অন্তত কুড়িটি অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে৷ এমন কি, হামলা চালানো হয়েছে থানা, প্রশাসনিক কার্যালয়, পুলিশ সুপারের অফিসেও৷ চাঁদপুর, বরিশালে বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রী, প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রীর বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ দিনাজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়াতেও আওয়ামি লিগের সাংসদদের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ তবে বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে পুলিশ এবং সেনাবাহিনীর পাশাপাশি আওয়ামি লিগ এবং তাদের সহযোগী সংগঠনগুলির সমর্থক-কর্মীদেরও রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন কঠোর অবস্থান নিয়েছেন, সেরকমই বিক্ষোভকারী ছাত্ররাও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন৷ সরাসরি ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা৷ আজই ঢাকায় অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা৷ কারফিউয়ের কারণে সোমবার সকাল থেকে ঢাকার রাস্তা শুনশান থাকলেও এ দিন সকালে মার্চ টু ঢাকা অভিযানে অংশ নিতে বেশ কিছু আন্দোলনকারী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের কাছে জড়ো হয়েছিলেন৷ যদিও টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয় পুলিশ৷ কারফিউয়ের পাশাপাশি আজ সোমবার থেকে বাংলাদেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sheikh Hasina: দু' দফায় নিহত ৩০০, পদত্যাগের দাবি! চাপের মুখেও কঠোর অবস্থান, কী করবেন হাসিনা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল