ভয়াবহ এই ঘটনা ঘটেছে মিশরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুরঘাদায়৷ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও৷ সেখানেই ধরা পড়েছে, কীভাবে ওই যুবককে জ্ব্যান্ত গিলে খাচ্ছে তিমি মাছটি৷
জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম ভ্লাদিমির পোপভ৷ তিনি রাশিয়ার নাগরিক৷ গত বৃহস্পতিবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুরঘাদার সমুদ্রে সাঁতার কাটছিলেন তিনি৷ তখনই আচমকা একটি বিশালাকার টাইগার শার্ক প্রজাতির তিমি মাছ ওই যুবককে আক্রমণ করে৷
advertisement
ভিডিও-তে দেখা যাচ্ছে তিমি মাছ আক্রমণ করতেই নিজের সাহায্য চেয়ে নিজের বাবাকে ডাকতে শুরু করেন ওই যুবক৷ ডেইলি মেল-এর রিপোর্ট অনুযায়ী, যুবকের বাবা সেই সময় সমুদ্র সৈকতে ছিলেন৷ যুবকে বাঁচাতে নৌকায় করে একজনকে এগিয়ে যেতেও দেখা যায়, কিন্তু ততক্ষণে সব শেষ৷
তিমি মাছটির গ্রাস থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করেন ওই যুবক৷ ভিডিও-তে দেখা গিয়েছে, যে জায়গায় এই ঘটনা ঘটে সেখানে সমুদ্রের জল লাল হয়ে গিয়েছে৷ তার মধ্যেও সাঁতরে বাঁচার চেষ্টা করেন ভ্লাদিমির৷ কিন্তু সবাইকে স্তম্ভিত করে দিয়ে যুবককে গিলে নেয় তিমি মাছটি৷
ঘটনার পরই তিমি মাছটিকে ধরে মেরে ফেলে স্থানীয় প্রশাসন৷ পরীক্ষাগারে নিয়ে গিয়ে তিমি মাছটির দেহ পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে৷
তিমি মাছটিকে ধরে আনার ভিডিও-ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ জানা গিয়েছে, নিহত যুবক রাশিয়ার নাগরিক হলেও তিনি মিশরের স্থায়ী বাসিন্দা ছিলেন৷