সরকারি কর্মীদের নিয়েই যাচ্ছিল বাসটি ৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ১৪ জনের মৃত্যুর আশঙ্কা ৷
হতাহতের তালিকায় বহু সরকারি কর্মী রয়েছে বলে জানা গিয়েছে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হতাহতের মধ্যে বেশিরভাগই নেপালের বাসিন্দা।
মিনিবাসে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ব্যস্ত বাজারে মোটারবাইকে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন আটজন ৷ আহত হয়েছেন ১৮ জন ৷ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যুইটারে জানিয়েছেন দুটি বিস্ফোরণে মারা গিয়েছেন ২২ জন ৷ নিহতেদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে কাবুল পুলিশ ৷
দুটি বিস্ফোরণে কাবুলের বাসিন্দা ছাড়াও আক্রান্ত হয়েছে নেপালের বাসিন্দা বলে জানিয়েছেন কাবুল পুলিশের প্রধান আবদুল রহমান ৷
বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ৷
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
তালিবান এই ঘটনার দায়স্বীকার করেছে।
ছ’জন তালিবান বন্দির মৃত্যুদন্ডের প্রতিশোধে এই হামলা বলে দাবি করেছে তালিবান ৷