TRENDING:

যুদ্ধে মন নেই! চিড়িয়াখানা থেকে গাধা চুরি রুশ সেনাদের, দেখুন ভিডিও

Last Updated:

Russia: সম্প্রতি সামনে এসেছে বেশ কিছু ভিডিও। সেখানে দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনী ইউক্রেনের খেরসন এলাকা থেকে পালানোর সময়ে স্থানীয় একটি চিড়িয়াখানা থেকে পশু চুরি করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খেরসন: শেষ কয়েক সপ্তাহে যুদ্ধে বিরাট ধাক্কা খেয়েছে রাশিয়া। ইউক্রেনের বাহিনী একাধিক এলাকা পুনঃদখল করেছে। বেশ কিছু এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট ছেড়ে রীতিমতো পালিয়েছে রাশিয়ান বাহিনী। সম্প্রতি সামনে এসেছে বেশ কিছু ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রাশিয়ান বাহিনী ইউক্রেনের খেরসন এলাকা থেকে পালানোর সময়ে স্থানীয় একটি চিড়িয়াখানা থেকে পশু চুরি করছে।
advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয় একটি চিড়িয়াখানা থেকে শিয়াল, ময়ূর, গাধা এবং উট (লামা, এক প্রজাতির উট) গাড়িতে তুলে নিয়ে পালাচ্ছেন রাশিয়ান সেনারা। আর সেই ভিডিও সামনে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। রাশিয়ান সেনাকে নিয়ে সোশ্যাল শুরু হয়েছে ট্রোলের বন্যা৷

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের বহু সাধারণ মানুষ৷ তাঁদের দাবি, এটা সম্পূর্ণরূপে বেআইনি কাজ৷ যে ভাবে পশুগুলিকে গাড়িতে তোলা হচ্ছিল, সেটা মোটেও সঠিক পদ্ধতি নয়৷ পশুগুলো চোটও পেতে পারত৷ তবে পশু-পাখিগুলিকে নিয়ে রাশিয়ান সেনাদের সেই ট্রাক কোথায় গিয়েছে, তা স্পষ্ট নয়৷

advertisement

আরও পড়ুন,  'অভিযুক্তের বাড়িতে আপনার দলিল!' এবার দিলীপ ঘোষকে নিশানা খোদ মমতার! তুঙ্গে জল্পনা

বিশেষত শেষ কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন সেনা একের পর এক হামলা চালিয়েছে খেরসনে৷ হারানো জমি ফিরে পেতে বদ্ধপরিকর ছিল ইউক্রেনের সেনা৷ এতোদিন ধরে দখলে থাকা খেরসন হাতছাড়া হতে পারে বুঝেই রাশিয়ান বাহিনী পিছু হটতে শুরু করেছে৷

advertisement

আরও পড়ুন, এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে কড়া বার্তা দিয়েছে রাশিয়াও৷ জানানো হয়েছে, যেসব সেনারা পদ ছেড়ে পালাবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷ কিন্তু সেই সব হুঁশিয়ারিতেও কাজ হয়নি৷ খেরসনের বেশিরভাগ অংশেই এখন ইউক্রেনের সেনার দেখা মিলছে৷ রাশিয়ান বাহিনী অনেক ফেলে রেখে গায়েব হয়ে গিয়েছে৷ আর এসবের মধ্যেই সামনে এল এক ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনী চিড়িয়াখানা থেকে পশু নিয়ে যাচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
যুদ্ধে মন নেই! চিড়িয়াখানা থেকে গাধা চুরি রুশ সেনাদের, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল