TRENDING:

বাড়িতেই সুটকেসের মধ্যে উদ্ধার জনপ্রিয় ইনস্টাগ্রামারের দেহ

Last Updated:

পুলিশ সূত্রে খবর, তার দেহে ধস্তাধস্তিক কোনও চিহ্ন মেলেনি৷ কোনও অস্ত্রও পাওয়া যায়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো: বাড়িতেই সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হল বিখ্যাত রুশ ইনস্টাগ্রামারের দেহ৷ শুক্রবার মস্কোয় নিজেদের বাড়ি থেকেই সুটকেসের মধ্যে ২৪ বছরের মেয়ের দেহ উদ্ধার করে তার বাবা, মা৷
advertisement

একতারিনা কারাগলানোভার ইনস্টাগ্রাম প্রোফাইলে ৮৫ হাজার ফলোয়ার রয়েছে৷ রুশ মিডিয়ার খবর অনুযায়ী, মেডিক্যাল স্কুল থেকে স্নাতক হওয়ার পর ডার্মাটোলজিতে স্নাতকোত্তর করেছিলেন একতারিনা৷ তার অ্যাপার্টমেন্ট থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে হল থেকে সুটকেসের মধ্যে দেহ উদ্ধার করেন একতারিনার বাবা, মা৷ পুলিশ সূত্রে খবর, তার দেহে ধস্তাধস্তিক কোনও চিহ্ন মেলেনি৷ কোনও অস্ত্রও পাওয়া যায়নি৷

advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একতারিনার প্রাক্তন প্রেমিক কিছুদিন আগে তার অ্যাপার্টমেন্টে এসেছিলেন৷ তারপর থেকে খোঁজ মিলছিল না একতারিনার৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জনপ্রিয় হওয়া ছাড়াও একতারিনা জনপ্রিয় ট্রাভেল ব্লগারও ছিলেন৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
বাড়িতেই সুটকেসের মধ্যে উদ্ধার জনপ্রিয় ইনস্টাগ্রামারের দেহ