আরও পড়ুন: Viral Video: একেই বলে সাহস! সামনেই বন্দুকধারী রুশ সেনা, ইউক্রেনের এই মহিলা যা করলেন...দেখুন
প্যালাডিয়াম গাড়ি প্রস্তুতে ব্যবহৃত হয় যাতে টক্সিক গ্যাসের পরিমাণ কমে যায় ৷ যেমন কার্বন মোনোক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত করে ৷ প্যালাডিয়াম সেই সমস্ত গ্যাসকে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনে পরিণত করে পেট্রোল ও হাইব্রিড গাড়ির ব্যবহারের ক্ষেত্রে ৷ ক্যাটালিটিক কনভার্টার প্যালাডিয়াম থেকে প্রস্তুত হয় ৷
advertisement
২০০৯ সালে প্রথমবার পেট্রোল ইঞ্জিনের গাড়ির বিক্রি ডিজেল ইঞ্জিন গাড়ির বিক্রির থেকে বেড়ে গিয়েছে ৷ মোবাইল ফোনের নির্মাণে প্যালাডিয়াম অত্যন্ত প্রয়োজনীয় ধাতু ৷ ফোনে এই প্যালাডিয়ামের ব্যবহার অত্যন্ত ছোট স্তরে হয়ে থাকে ৷ কিন্তু এগুলি অত্যন্ত জরুরি, একটি ফোনে প্রায় ০.০১৫ শতাংশ প্যালাডিয়ামের ব্যবহার হয় ৷ ফোনের মাইক্রো প্রসেসার ও প্রিন্টেড সার্কিট বোর্ডে প্যালাডিয়াম লাগানো হয়ে থাকে ৷ মিশ্র ধাতুর ক্ষেত্রে প্যালাডিয়ামের ব্যবহার করা হয়ে থাকে ৷
আরও পড়ুন: ফেলা হবে স্পেস স্টেশন, এবার ভারতকে হুঁশিয়ারি রাশিয়ার! ট্যুইট ঘিরে তুমুল আলোড়ন
প্যালাডিয়াম অত্যন্ত দামি ধাতু এক গ্রাম প্যালাডিয়ামের দাম ৬,১৮৮ টাকা ৷ এই ভাবেই ১০ গ্রামের দাম ৭২,১৮৪ টাকা হতে পারে ৷ প্যালাডিয়াম প্ল্যাটিনামের মতই চমকে ভরা একটি ধাতু ৷ রাশিয়া ও আফ্রিকায় ব্যাপক পরিমাণে পাওয়া যায় ৷ মাটি থেকে উত্তোলনের প্রক্রিয়া অত্যন্ত জটিল ৷ মাটির নীচ থেকে অত্যন্ত কম পরিমাণে পাওয়া যায় ৷ এই কারণেই প্যালাডিয়াম অত্যন্ত দামি ধাতু ৷