TRENDING:

রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা! ভূপতিত জেট, প্রাণ গেল F-16 পাইলটের! জেলেনস্কির জন্য বড় ধাক্কা

Last Updated:

রাশিয়া ইউক্রেনের উপর বড় আকাশ হামলা চালিয়ে ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিত হয় ও পাইলট নিহত হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা চালানো হয়েছে। এই ভয়াবহ হামলায় ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক অঞ্চলে বিস্ফোরণ ঘটায় রাশিয়া।এই হামলার সময় ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ভূপতিত করে রুশ বাহিনী। দুর্ঘটনায় মৃত্যু হয় ওই বিমানের পাইলটের। রাজধানী কিভ থেকে লভিভ পর্যন্ত বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দেশ। ইউক্রেনজুড়ে ছড়ায় চরম আতঙ্ক।
ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা চালানো হয়েছে। এই ভয়াবহ হামলায় ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক অঞ্চলে বিস্ফোরণ ঘটায় রাশিয়া।
ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা চালানো হয়েছে। এই ভয়াবহ হামলায় ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক অঞ্চলে বিস্ফোরণ ঘটায় রাশিয়া।
advertisement

এই ঘটনার ফলে এটাই ইউক্রেনের তৃতীয় F-16 যুদ্ধবিমান যা যুদ্ধ চলাকালীন ধ্বংস হল। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ওই পাইলট একাই ৭টি আকাশ হামলা প্রতিহত করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে তাঁর বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পাইলটটি নিজের জীবন বিপন্ন করে জনবসতি থেকে দূরে গিয়ে বিমান ক্র্যাশ করান, যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। তবে শেষরক্ষা হয়নি, তিনি প্রাণ হারান।

advertisement

১০০ টাকায় বিক্রি হয়ে গেল ১৮টি ফাইটার জেট! নেদারল্যান্ডসের কূটনৈতিক চালে কেঁপে উঠল NATO, কড়া বার্তা রাশিয়াকে!

মনোজিতের আর ছাড় নেই, ভয়ঙ্কর সেই ঘটনার সময় সঙ্গে কী ছিল তার? বাড়ি থেকে নিয়ে গেল পুলিশ

advertisement

🔥 ৫৩৭টি আকাশ হামলা এক রাতে!

  • রাশিয়া এক রাতেই চালায় ৫৩৭টি আকাশ হামলা

  • যার মধ্যে ছিল ৪৭৭টি ড্রোন ও বিভ্রান্তকারী ডেকয়, এবং ৬০টি ক্ষেপণাস্ত্র।

  • advertisement

    ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, এর মধ্যে ২৪৯টি ধ্বংস করা হয়েছে, এবং ২২৬টি ড্রোন-ক্ষেপণাস্ত্রকে ইলেকট্রনিক জ্যামিং-এর মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে।

📌 বার্তা স্পষ্ট: ইউক্রেনের প্রতিরক্ষা দুর্বলতা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই হামলা একদিকে যেমন ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্বলতা তুলে ধরছে, তেমনি জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনের সামরিক কৌশলের উপর বড় ধাক্কা
F-16 বিমানের ওপর ইউক্রেন যে ভরসা করেছিল, এই নিয়ে তৃতীয়বার সেই আস্থার বড় ধস নামল। আমেরিকা ও নেটোর থেকে পাওয়া এই উন্নত যুদ্ধবিমানগুলির প্রতিরক্ষা ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা! ভূপতিত জেট, প্রাণ গেল F-16 পাইলটের! জেলেনস্কির জন্য বড় ধাক্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল