TRENDING:

Russia-Ukraine Conflict: রুশ হামলায় ফের কাঁপল ইউক্রেনের মাটি, বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আর্জি জেলেনস্কির

Last Updated:

আবারও ইউক্রেনে আঘাত হানল রাশিয়া। ইউক্রেনের সুমিতে একের পর ক্ষেপণাস্ত্রে ধ্বংসস্তুপে পরিণত হল শহরের একাংশ। সংবাদমাধ্যম সূত্রের খবর, রবিবারের রাশিয়ার এই হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৮৩।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুমি: আবারও ইউক্রেনে আঘাত হানল রাশিয়া। ইউক্রেনের সুমিতে একের পর ক্ষেপণাস্ত্রে ধ্বংসস্তুপে পরিণত হল শহরের একাংশ। সংবাদমাধ্যম সূত্রের খবর, রবিবারের রাশিয়ার এই হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৮৩।
রাশিয়ার আক্রমণে বিশ্বকে পাশে চাইছেন জেলেনস্কি। (সমাজমাধ্যম)
রাশিয়ার আক্রমণে বিশ্বকে পাশে চাইছেন জেলেনস্কি। (সমাজমাধ্যম)
advertisement

রাশিয়ার এই ধ্বংসের ভিডিও শেয়ার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে এই হত্যালীলার প্রতিবাদ জানিয়ে গোটা বিশ্বকে ইউক্রেনের পাশে দাঁড়াবার আবেদন জানিয়েছেন।

রবিবারের হামলার ঘটনা নিয়ে ইউক্রেন প্রশাসন জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। সেই সময় শহরের রাস্তায় অনেকে ছিলেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান অনেকে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আহত ৮৩ জনের মধ্যে সাতটি শিশু রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম! নতুন নাম কী? জানেন?

জেলেনস্কির শেয়ার করা ভিডিও-তে দেখা যাচ্ছে, ইউক্রেনের সুমি শহরের রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ। বেশ কিছু আহত ব্যক্তিদের উদ্ধার করা হচ্ছে ধ্বংসস্তূপের তলা থেকে। সার সার দিয়ে পোড়া গাড়ি দাঁড়িয়ে রাস্তার উপর। পুড়ে গিয়েছে বহু বাড়িঘরও।

advertisement

আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ল প্লেন! চারপাশে ছড়িয়ে গেল আগুনের গোলা

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সমাজমাধ্যমের পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে তাঁর বার্তা, ‘‘বিশ্বকে এই হামলার ঘটনার দৃঢ় প্রতিক্রিয়া জানাতে হবে। আমেরিকা, ইউরোপ এবং যারা যারা এই চলমান যুদ্ধের অবসান চায়, তাদের উচিত এক হয়ে এই ঘটনার প্রতিবাদ জানানো। রাশিয়া এই ধরনের সন্ত্রাস জিইয়ে রাখতে চায়। যুদ্ধের অবসান চায় না। যদি রাশিয়ার উপর চাপ সৃষ্টি না করা হয়, তবে শান্তি ফেরানো সম্ভব নয়।”

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia-Ukraine Conflict: রুশ হামলায় ফের কাঁপল ইউক্রেনের মাটি, বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আর্জি জেলেনস্কির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল