রিপাবলিক শিবির থেকে নর্থ ডাকোটায় স্টেট লেজিসলেচার পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ডেভিড আন্ধাল। বুধবার গোটা মার্কিন মুলুকে যখন একটু একটু করে জমি হারাচ্ছে, তখন নর্থ ডাকোটায় লড়াই দিয়েছিল ডেভিডের নামটাই। জয় হাসিল হয়ে গিয়েছিল ওই আসনে। কিন্তু এই শুভদিনটা দেখে যেতে পারলেন না ডেভিড। চোখে জল তাঁর অনুগামীদের।
ডেভিড অন্তত ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। প্রতিপক্ষ ডাগ বুরাগাম এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন। কিন্তু দেখা গেল, বিশ্লেষকদের রীতিমতো ভুল প্রমাণ করে জিতলেন ডেভিড। এই প্রদেশে ডেভিডের পাশাপাশি জিতেছেন রিপাবলিকান নেতা ডেভ নেইরিগ।
advertisement
অবশ্য ডাকোটাবিজয় অক্সিজেন দিলেও মার্কিন নির্বাচনে পাল্লা ভারি বাইডেনের দিকেই। ইতিমধ্যেই ২৫৩টি আসন দখল করে ফেলেছে তাঁর দল। ধৈর্য্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করার পক্ষপাতি তিনি। ট্রাম্প যখন হিল্লিদিল্লি ছুটছেন, মিতবাক বাইডেন বলছেন-কেউ আটকাতে পারবে না।