TRENDING:

রাম তো নেপালি, অযোধ্যা নেপালে অবস্থিত ছিল: নেপালের প্রধানমন্ত্রী ওলি

Last Updated:

সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাত্‍কারে নেপালের প্রধানমন্ত্রী বলেন, 'আসল অযোধ্যা তো নেপালে অবস্থিত ছিল৷ ভারতে নয়৷ ভগবান রামও নেপালি, ভারতীয় নন৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঠমাণ্ডু: অযোধ্যা ও রাম-- সবাইকেই নেপালে টেনে নিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি৷ তাঁর বক্তব্য, আসল অযোধ্যা তো নেপালে অবস্থিত ছিল, ভারতে নয়৷ রামও নেপালি ছিলেন৷ নেপালের প্রধানমন্ত্রীর এই হেন দাবি তৈরি হয়েছে বিতর্ক৷
advertisement

সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাত্‍কারে নেপালের প্রধানমন্ত্রী বলেন, 'আসল অযোধ্যা তো নেপালে অবস্থিত ছিল৷ ভারতে নয়৷ ভগবান রামও নেপালি, ভারতীয় নন৷'

ভারতের সঙ্গে নেপালের এখন সম্পর্ক তলানিতে৷ সম্প্রতি ভারতের একাধিক এলাকাকে অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল পাশ হয়েছে নেপালের পার্লামেন্টে৷ কোনও রকম বিরোধিতা ছাড়াই সর্বসম্মত ভাবে ওই সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে৷ নেপালের সংশোধিত রাজনৈতিক ও প্রশাসনিক ম্যাপে ভারতের একাধিক এলাকাকে নিজেদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে নেপাল৷ নয়া ম্যাপে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিজেদের সীমান্তের মধ্যে রেখেছে নেপাল ৷ এই তিন এলাকাই উত্তরাখণ্ডে পড়ে৷

advertisement

আরও পড়ুন: ভারতের একাধিক এলাকা নিয়ে সংশোধিত ম্যাপ পাশ নেপালের পার্লামেন্টে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত সপ্তাহে নেপালে ভারতের রাষ্ট্রীয় চ্যানেল দূরদর্শনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেপাল সরকার৷ ভারতের বাকি সব বেসরকারি চ্যানেল সম্প্রচারিত হচ্ছে নেপালে, দূরদর্শন বাদে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাম তো নেপালি, অযোধ্যা নেপালে অবস্থিত ছিল: নেপালের প্রধানমন্ত্রী ওলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল