সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময়ে ওই ব্যক্তি বলেন, এমন প্রাণী আগে দেখিনি। এই প্রাণীটি কোথায় থাকে, কিছুই জানি না। প্রাণীটির গায়ে কাঁটা ছিল। কিছুটা সবুজ এবং কিছুটা সোনালি রং ছিল প্রাণীটির গায়ে। সেই সঙ্গে প্রাণীটি জীবিত ছিল। এটা কোনও প্রকার এলিয়ান হতে পারে।
ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পরেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন করেন, এটা আদতে কী প্রাণী। অনেকে আবার এলিয়ান ভেবে বিশ্বাসও করে নেন। তবে এই প্রাণীটি মোটেও এমন কিছু নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন, নবান্ন উৎসবে লক্ষ্মীর আরাধনায় লক্ষ্মীলাভ কুমোর পাড়ার মৃৎ শিল্পীদের
স্কটল্যান্ডের বিন বিভাগের আধিকারিক পিটি হাসকেল জানান, আদতে এই প্রাণীটি খুবই বিরল। সমুদ্র তীরে খুব কম আসে। এগুলিকে সি মাউজ বলা হয়।
আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ, সচিবকে 'জেলে'র হুঁশিয়ারি বিচারপতির
সাধারণত ৩০ সেমি পর্যন্ত বড় হতে পারে সি মাউস। গভীর সমুদ্রে থাকে। সোনালি, সবুজ এবং হাল্কা লাল রংয়ের হয়। বাইরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে কাঁটা থাকে। ছোট মাছ এবং জলজ প্রাণী খেয়ে থাকে সি মাউস। বিশেষজ্ঞদের মতে, কোনও কারণে সমুদ্রের তীরে এই প্রাণীটি হয়তো চলে এসেছে। এখন এই প্রাণীকে ঘিরে প্রবল কৌতূহল নেটিজেনদের মধ্যে।
