TRENDING:

বড় বিপদের আশঙ্কা? সমুদ্র তীরে কোথা থেকে এল এই প্রাণী, শুরু চর্চা

Last Updated:

সমুদ্র তীরে ঘুরতে এসে এমন ঘটনা যে ঘটবে, তা কখনও কল্পনাও করতে পারেননি এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#এডেনবার্গ: এমন প্রাণী আগে কেউ দেখেছেন কিনা সন্দেহ। সমুদ্র তীরে ঘুরতে এসে এমন ঘটনা যে ঘটবে, তা কখনও কল্পনাও করতে পারেননি এক ব্যক্তি। ঘটনা স্কটল্যান্ডের এডেনবার্গের স্থানীয় একটি সমুদ্র শহরের। সমুদ্র তীরে চলাফেরা করার সময়ে অচেনা এক প্রাণীকে পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তি। এর পরেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করেন। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়।
Representational Image
Representational Image
advertisement

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময়ে ওই ব্যক্তি বলেন, এমন প্রাণী আগে দেখিনি। এই প্রাণীটি কোথায় থাকে, কিছুই জানি না। প্রাণীটির গায়ে কাঁটা ছিল। কিছুটা সবুজ এবং কিছুটা সোনালি রং ছিল প্রাণীটির গায়ে। সেই সঙ্গে প্রাণীটি জীবিত ছিল। এটা কোনও প্রকার এলিয়ান হতে পারে।

ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পরেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন করেন, এটা আদতে কী প্রাণী। অনেকে আবার এলিয়ান ভেবে বিশ্বাসও করে নেন। তবে এই প্রাণীটি মোটেও এমন কিছু নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

advertisement

আরও পড়ুন, নবান্ন উৎসবে লক্ষ্মীর আরাধনায় লক্ষ্মীলাভ কুমোর পাড়ার মৃৎ শিল্পীদের

স্কটল্যান্ডের বিন বিভাগের আধিকারিক পিটি হাসকেল জানান, আদতে এই প্রাণীটি খুবই বিরল। সমুদ্র তীরে খুব কম আসে। এগুলিকে সি মাউজ বলা হয়।

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ, সচিবকে 'জেলে'র হুঁশিয়ারি বিচারপতির

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

সাধারণত ৩০ সেমি পর্যন্ত বড় হতে পারে সি মাউস। গভীর সমুদ্রে থাকে। সোনালি, সবুজ এবং হাল্কা লাল রংয়ের হয়। বাইরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে কাঁটা থাকে। ছোট মাছ এবং জলজ প্রাণী খেয়ে থাকে সি মাউস। বিশেষজ্ঞদের মতে, কোনও কারণে সমুদ্রের তীরে এই প্রাণীটি হয়তো চলে এসেছে। এখন এই প্রাণীকে ঘিরে প্রবল কৌতূহল নেটিজেনদের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
বড় বিপদের আশঙ্কা? সমুদ্র তীরে কোথা থেকে এল এই প্রাণী, শুরু চর্চা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল