কাশ্মীর পরিস্থিতি নিয়ে UNHRC নালিশ জানিয়েছে পাকিস্তান ৷ জমা দেওয়া হয়েছে ১১৫ পাতার ডসিয়ার ৷ তাতে রাহুল ও ওমর আবদুল্লার সরকার বিরোধী উদ্ধৃতির উল্লেখ রয়েছে ৷ ৩৭০ ধারা কাশ্মীর থেকে প্রত্যাহারের ২০ দিনের মাথায় কাশ্মীর যেতে গিয়ে বাধা পেয়েছিলেন রাহুল গান্ধি ৷ বলেছিলেন, ‘ ২০ দিন ধরে কাশ্মীরের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করা হয়েছে ৷’ এই মন্তব্যকেই লুফে নেয় পাক বিদেশমন্ত্রক ৷ পাকিস্তানের হাতের অস্ত্র হওয়ায়, স্বাভাবিকভাবেই চাপে পড়ে যান রাহুল গান্ধি। জাতীয়তাবাদী রাজনীতিতে ব্যাকফুটে চলে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। তাই শেষমেষ চাপের মুখে পাকিস্তানকে আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। বললেন, ‘কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এক্ষেত্রে পাকিস্তানের নাক গলানোর জায়গা নেই।’ তবু তাতেও শেষ হয়নি বিতর্ক ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2019 6:34 PM IST