আরও পড়ুন বুরারি কাণ্ডের মতোই হাড় হিম করা ৫ রহস্য
বৈঠকেই ঠিক হয় মৃত্যুর পর পাঁচ দিন ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে রানির দেহ ৷ এই পাঁচ দিনেই দেশ বিদেশের বিভিন্ন অতিথি অভ্যাগতরা রানিকে শ্রদ্ধা জানাতে পারবেন ৷ এমনিতে রাজ পরিবারের মৃত্যুর খবর সম্প্রচারের দায়িত্বে রয়েছে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল বিবিসি ৷ তবে ডিজিটাল যুগে খবর সম্প্রচার হবে সোশ্যাল মিডিয়ায়, এমনই ঠিক হয়েছে ৷ যদিও সর্ব প্রথম রানির মৃত্যুর খবর জানাবেন তাঁর ব্যক্তিগত সচিব ৷ খবর জানাতে ব্যবহার করা হবে লন্ডন ব্রিজ ইজ ফলিরং-এর মত কোড ওয়ার্ডও ৷ খবর যাবে প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ৷
advertisement
আরও পড়ুনগুহায় বন্দি ৯ দিন, অবশেষে উদ্ধার ১২ নিখোঁজ ফুটবলার
রানি এলিজাবেথের মৃত্যুর পর রাজ সিংহাসনে বসবেন তাঁর ছেলে চার্লস ৷ এভাবে কোন রাজপরিবারের সদস্যের মৃত্যুতে শোক পালনের পরিকল্পনা একেবারেই নতুন ৷ কিন্তু রানির মৃত্যু নিয়ে কেন চিন্তিত ব্রিটিশ রাষ্ট্রনেতারা ? সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে একটি অনুষ্ঠানে রানির অনুপস্থিতি ঘিরেই শুরু হয়েছে সব জল্পনা ৷ জানানো হয় রানি অসুস্থ, তাই থাকতে পারেননি অনুষ্ঠানে ৷ তারপর থেকেই তোড়জোড় শুরু হয়েছে রানির মৃত্যুতে কীভাবে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে ব্রিটেন জুড়ে ৷
এই খবরেই শুরু হয় জল্পনা -