TRENDING:

Israel Iran Ceasefire Update: ঘোষণা করলেন ট্রাম্প, যুদ্ধ বন্ধের আসল কৃতিত্ব অন্য এক দেশের! কার কথায় সংঘর্ষবিরতিতে রাজি হল ইরান?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ১২ দিন ধরে ধুন্ধুমার যুদ্ধের পর ইজরায়েল এবং ইরান সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে সোমবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কীভাবে সংঘর্ষবিরতি মানবে দুই দেশ, নির্ঘণ্ট ধরে তা বিস্তারিত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি দাবি করেছেন, ১২ ঘণ্টার মধ্যে যুদ্ধ পুরোপুরি শেষ হবে৷
কোন দেশের কথায় সংঘর্ষবিরতিতে রাজি হল ইরান?
কোন দেশের কথায় সংঘর্ষবিরতিতে রাজি হল ইরান?
advertisement

যদিও ট্রাম্প যুদ্ধ থামানোর ঘোষণা করলেও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর কৃতিত্ব দাবি করতে পারে অন্য একটি দেশ৷ সূত্রের খবর, সংঘর্ষবিরতিতে মেনে চলার জন্য ইরানকে রাজি করিয়েছে কাতার৷ কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান আল থানির মধ্যস্থতাতেই ইরান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছে সংবাদসংস্থা রয়টার্স৷

আরও পড়ুন: ১২ দিনের যুদ্ধ শেষ, সংঘর্ষবিরতিতে রাজি ইরান-ইজরায়েল! ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

advertisement

রবিবার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে একসঙ্গে হামলা চালায় আমেরিকা৷ তার জবাবে সোমবার কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান৷ সংবাদসংস্থা রয়টার্সের দাবি, এর পরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স কাতারের প্রধানমন্ত্রীকে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করেন৷ আমেরিকার প্রস্তাব পাওয়ার পরই ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন কাতারের প্রধানমন্ত্রী৷

advertisement

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ইজরায়েল সংঘর্ষবিরতি মানতে রাজি বলে কাতারের প্রধানমন্ত্রীকে জানান ডোনাল্ড ট্রাম্প৷ ইরানকে রাজি করানোর জন্য কাতারের সাহায্য চান মার্কিন প্রেসিডেন্ট৷ এর পরই ইরানের সম্মতি আদায় করেন কাতারের প্রধানমন্ত্রী৷ তেহরান কাতারের এই মধ্যস্থতা প্রস্তাব মেনে নিয়েছে বলে ইরানের এক শীর্ষ সরকারি আধিকারিক মেনে নিয়েছেন বলেও সংবাদসংস্থা সূত্রে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Iran Ceasefire Update: ঘোষণা করলেন ট্রাম্প, যুদ্ধ বন্ধের আসল কৃতিত্ব অন্য এক দেশের! কার কথায় সংঘর্ষবিরতিতে রাজি হল ইরান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল