TRENDING:

চরম বিপদেও শান্ত থাকেন, মোদির প্রশংসায় Man Vs Wild-এর বেয়ার গ্রিলস

Last Updated:

আগামী ১২ অগাস্ট রাত ৯টায় Man Vs. Wild-এর বিশেষ এপিসোডে দেখা যাবে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়েছেন মোদি৷ শ্যুটিংয়ের ফাঁকেই গ্রিলের সঙ্গে বেশ দোস্তি হয়ে যায় মোদির৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পর এ বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদি কতটা অ্যাডভেঞ্চারে দক্ষ, তা জানাতে গিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ Man Vs Wild-এর সঞ্চালক বেয়ার গ্রিলস৷ বললেন, 'চরম বিপদের সময়েও শান্ত থাকেন প্রধানমন্ত্রী মোদি৷'
advertisement

আগামী ১২ অগাস্ট রাত ৯টায় Man Vs. Wild-এর বিশেষ এপিসোডে দেখা যাবে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়েছেন মোদি৷ শ্যুটিংয়ের ফাঁকেই গ্রিলের সঙ্গে বেশ দোস্তি হয়ে যায় মোদির৷ বেয়ারের কথায়, 'আপনারা প্রায়ই প্রধানমন্ত্রী মোদিকে বক্তার ভূমিকায় মঞ্চে দেখেন৷ প্রকৃতি কিন্তু সবারই কঠিন পরীক্ষা নেয়৷ আপনি কত বড় নেতা, তাতে প্রকৃতির কিছু যায় আসে না৷ প্রকৃতির পরীক্ষায় পাস করলেই বোঝা যাবে আপনি কত সাহসী৷ সেই পরীক্ষায় সসম্মানে পাস করেছেন মোদি৷ অত্যন্ত বিপদের সময়েও শান্ত থাকেন তিনি৷'

advertisement

বেয়ার বলছেন, 'আমি শুটিংয়ের শুরুতে ওঁকে বলেছিলাম, আপনাকে নিয়ে কাজ করছি বলে আপনাকে সব বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। বন্য পশুর আক্রমণই হোক বা বিপদসংকুল পথঘাট, নদী-পাহাড়। আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। উনি আমার কথায় খুব ভরসা পেলেন। গোটা সময়টা উনি আমার কথা শুনেই কাজ করেছেন। দেহরক্ষীদেরও গুরুত্ব দেননি।'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
চরম বিপদেও শান্ত থাকেন, মোদির প্রশংসায় Man Vs Wild-এর বেয়ার গ্রিলস