সে দেশের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী জানিয়েছেন, নেপালের সংবিধানের ৭৬ নম্বর আর্টিকলের ২ নম্বর ধারা অনুযায়ী, নেপাল পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পেরেছেন প্রচণ্ড। তাই তাঁকে নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হল।
আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের
আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের
advertisement
আজ, রবিবার, বিকেল ৫ টার মধ্যে নেপাল পার্লামেন্টের যে কোনও নেতাকে নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ স্বরূপ সরকার গড়ার দাবি নিয়ে হাজিরার নির্দেশ দিয়েছিলেন নেপালের প্রেসিডেন্ট। সকাল থেকেই গুঞ্জন চলছিল। শেষমেশ, ২৭৫ আসনের নেপাল পার্লামেন্টের ১৬৫ জন সদস্যের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট ভবনে যান প্রচণ্ড।
প্রচণ্ডকে নেপালের প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন দিয়েছে সে দেশের CPN-UML, CPN-MC,RSP এবং RPP-র মতো দলের সদস্যেরা।
১৯৫৪ সালের ১১ ডিসেম্বর পোখরার কাছে ঢিকুরপোখারিতে জন্ম। বর্তমানে ৬৮ বছর বয়সি প্রচণ্ড একসময় দেশের প্রশাসনের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়েছেন। দীর্ঘ ১৩ বছর আন্ডারগ্রাউন্ড থাকার পরে তাঁর দল CPN-Maoist মূলস্রোতের রাজনীতিতে যোগ দিলে তিনিও সংসদীয় রাজনীতিতে ফেরেন।