জোড়া গোল করে পর্তুগালকে জেতালেন সিআর সেভেন। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের গ্রুপ বি-র ম্যাচে রোনাল্ডোর প্রতিপক্ষ ছিল লাটভিয়া। নেহাতই আটপৌড়ে দল। তবু প্রথম ৪৫ মিনিট ইউরো সেরাদের চাপে রাখল লাটভিয়া। পেনাল্টি নষ্ট করেও জোড়া গোলে ম্যাচের নায়ক রোনাল্ডোই।
২৮ মিনিটে ক্রিশ্চিয়ানোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ম্যাচে ফেরে লাটভিয়া। স্টেডিয়াম জুড়ে পর্তুগিজদের নীরবতা ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি। দু’মিনিটের মধ্যেই উইলিয়ামের গোল। স্কোরলাইন তখন পর্তুগাল ২। লাটভিয়া ১।
advertisement
ম্যাচের শেষ পাঁচ মিনিটে মাঠ জুড়ে শুধু মেরুন ঝড়। ৮৫ মিনিটে ক্রিশ্চিয়ানোর গোল। অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান ব্রুনো আলভেজ।
স্কোরলাইন পর্তুগাল ৪। লাটভিয়া ১।
চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ বি- তে সুইজারল্যান্ডের পরেই এবার দ্বিতীয় স্থানে উঠে এল রোনাল্ডোর পর্তুগাল।