রোমের বিশপ এবং ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী পোপ ফ্রান্সিস ২০১৩ সালে তাঁর পূর্বসূরি বেনেডিক্ট XVI-এর পদত্যাগের পর পোপ হয়েছিলেন।
ফেরেল সোমবার ঘোষণা করেন, ‘‘আজ সকাল ৭:৩৫ মিনিটে, রোমের বিশপ ফ্রান্সিস ফাদারের বাড়িতে ফিরে গিয়েছেন। তাঁর পুরো জীবনটি ঈশ্বর এবং তাঁর চার্চের সেবায় নিবেদিত ছিল ৷ তিনি আমাদের শিখিয়েছেন বিশ্বাস, সাহস এবং সর্বজনীন ভালবাসার সঙ্গে গসপেলের মূল্যবোধগুলি নিয়ে জীবনে বাঁচতে ৷ বিশেষ করে দরিদ্র এবং প্রান্তিকদের জন্য।’’
advertisement
Pope Francis (Reuters)
রবিবারই খ্রিস্টান ক্যাথলিক ধর্মালবলম্বীদের উদ্দেশে ইস্টারের বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স বেসিলিকার ব্যালকনি থেকে নিজের বার্তা শুনিয়েছিলেন তিনি। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছিল, পোপের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার একদিন যেতে না যেতেই মৃত্যুর খবর পাওয়া গেল পোপ ফ্রান্সিসের ৷ দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল পোপ ফ্রান্সিসের।