TRENDING:

পোল্যান্ডে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন মহিলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়ারশ: কথায় বলে, ‘লাখে একটা’। কিন্তু এই ঘটনা এতোই বিরল যে, লাখে তো নয়ই। বরং কোটিতে একটা ঘটে কিনা সন্দেহ। সোমবার এ রকমই এক ঘটনার সাক্ষী থাকলেন পোল্যান্ডের ক্রাকউ শহরের ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা।
advertisement

পোল্য়ান্ডে একসঙ্গে ছটি সন্তানের জন্ম দিলেন এক মহিলা। এর মধ্যে চারটি কন্যাসন্তান এবং দুটি পুত্রসন্তান। বিরল এই ঘটনায় রীতিমত হইচই পড়ে গিয়েছে সে দেশে। মা ও তাঁর সন্তানেরা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍সক।

এই প্রথম পোল্যান্ডে একসঙ্গে একই মায়ের গর্ভ থেকে ছটি সন্তানের জন্ম হল বলে মনে করা হচ্ছে। দক্ষিণ পোল্য়ান্ডের ক্রাকাউ হাসপাতালে ছয় সন্তানের জন্ম দেন ওই মহিলা। গর্ভাবস্থার ২৯তম সপ্তাহে গিয়ে ছয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতি পাঁচ কোটি গর্ভবতী মহিলার মধ্যে একজন একসঙ্গে ছটি সন্তানের জন্ম দিতে পারেন। এই ক্ষেত্রে ডাক্তার পাঁচটি সন্তান আশা করছিলেন। সেই মতো প্রস্তুত ছিলেন চিকিত্‍সকরা। সেখানে ছয় সন্তান জন্মে যায়। ছয় সন্তানের জন্ম দেওয়া মহিলাকে অভিনন্দন জানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আনদ্রেজ ডুডা।

বাংলা খবর/ খবর/বিদেশ/
পোল্যান্ডে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন মহিলা