বোকা রেটন ফায়ার রেসকিউ বিভাগের সহকারী প্রধান মাইকেল লাসেল জানান, দুর্ঘটনার সময় বিমানটি মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে আগুনের গোলা সৃষ্টি হয়, যা আশপাশে থাকা গাড়িতেও আঘাত হানে। এই গাড়ির এক যাত্রী আহত হন।
আরও পড়ুন: বিশ্বের সব থেকে উঁচু সেতু তৈরি করতে চলেছে চীন! মাত্র ১ মিনিটে পাড়ি দেওয়া যাবে ১ ঘণ্টার রাস্তা
advertisement
ঘটনাস্থলের কাছে ইন্টারস্টেট ৯৫ মহাসড়কের কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীরা তৎপর।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি সেসনা ৩১০ মডেলের। এতে তিনজন আরোহী ছিলেন। বিমানটি সকাল ১০টা ২০ মিনিটে বোকা রেটন বিমানবন্দর থেকে টালাহাসির উদ্দেশে রওনা দিয়েছিল।
বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়িকে ধাক্কা দিয়ে রেললাইনের ওপর তুলে দেয় বলে জানা গেছে। এর ফলে ঐ এলাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।