TRENDING:

Afghan girl dancing on airport tarmac: নতুন দেশে পা দিয়ে বিমানবন্দরেই নাচ আফগান বালিকার, গোটা বিশ্বের মন জিতেছে এই ছবি

Last Updated:

অধিকাংশেরই আশা, বেলজিয়ামে হয়তো একটা ভাল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে ওই আফগান শিশুটির জন্য ()৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রাসেলস: বাবা মায়ের হাত ধরে বিমানবন্দরের দিকে ছুটছে কেউ৷ চারপাশের পরিবেশ দেখে ওরাও বুঝতে পারছিল, খুব খারাপ কিছু একটা ঘটছে৷ গত কয়েকদিনে ঘর, বাড়ি, প্রিয়জনকে ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানো অগুনতি আফগান শিশুদের মুখ দেখে মন খারাপ হয়ে গিয়েছে গোটা বিশ্বের৷ তার মধ্যেই বেলজিয়াম থেকে উঠে এল ব্যতিক্রমী একটি ছবি৷ যে ছবিতে দেখা যাচ্ছে, নিরাপদ আশ্রয়ে পৌঁছে প্রাণখোলা হাসি নিয়ে বিমানবন্দরের টারম্যাকেই মনের আনন্দে লাফাচ্ছে এক আফগান বালিকা৷ যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বাবা-মায়ের সঙ্গে পালিয়ে ওই আফগান বালিকার উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷
advertisement

আফগানিস্তান থেকে সব দেশই নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে৷ মানবিকতার খাতিরে এর মধ্যে অনেক দেশই আফগানদেরও আশ্রয় দিচ্ছে৷ সেরকমই একটি আফগান পরিবার দেশ ছেড়ে বেলজিয়ামে পৌঁছেয়৷ ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে সম্ভবত নিজের বাবা-মায়ের সঙ্গেই ওই আফগান বালিকা বেলজিয়ামের মেলসব্রোয়েক সামরিক বিমানবন্দরে পৌঁছেছে৷ নিরাপদ আশ্রয়ে পৌঁছনোর আনন্দেই বোধহয় বিমান থেকে নেমে হেঁটে যাওয়ার সময়ই লাফাতে শুরু করে সে৷ রয়টার্সের চিত্রগ্রাহক জোহানা জেরন এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন৷ তার পর দ্রুত সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে৷ এমন কি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী গাই ভেরোফস্ট্যাডট নিজেও ওই ছবিটি ট্যুইটারে শেয়ার করে লেখেন, 'শরণার্থীদের আশ্রয় দিতে পারলে এটাই হয়...ছোট্ট মেয়েটিকে বেলজিয়ামে স্বাগত৷' কেউ কেউ আবার বলছেন, এটাই বছরের শ্রেষ্ট ছবি৷

advertisement

ছোট্ট আফগান মেয়েটির এই ছবি ইন্টারনেটে বহু মানুষ শেয়ার করেছেন৷ তাঁদের অধিকাংশেরই আশা, বেলজিয়ামে হয়তো একটা ভাল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে ওই আফগান শিশুটির জন্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

দেশ ছেড়ে নতুন দেশে আশ্রয় পাওয়া মেয়েটি বা তার বাবা-মাও হয়তো জানেন না, ভবিষ্যতে তাঁরা আর কোনওদিন আফগানিস্তানে ফিরতে পারবেন কি না৷ তবু প্রাণে বাঁচতে পারাটাই যেন এখন আফগানদের কাছে এখন সবকিছুর ঊর্ধ্বে৷ ছোট্ট শিশুটিও বোধ হয় সেটা বুঝতে পেরেছে৷ তালিবান শাসনে গত কয়েকদিনে ভয়ে কাঁটা হয়ে থাকা ছোট্ট মনটা নতুন দেশে পা দেওয়ার পর মুক্তির স্বাদ পেয়েই হয়তো আনন্দে নেচে উঠেছে৷ আফগানিস্তানের সব শিশুর মুখেই এই নাম না জানা আফগান মেয়েটির মতো হাসি দেখতে চায় বিশ্ববাসী৷ সময়ই বলবে, তা আদৌ সম্ভব কি না৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Afghan girl dancing on airport tarmac: নতুন দেশে পা দিয়ে বিমানবন্দরেই নাচ আফগান বালিকার, গোটা বিশ্বের মন জিতেছে এই ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল