দ্য সান দিয়েগো ইউনিয়ন-ট্রিবিউনের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, মাইকেলা ব্রাশায়ে রাইলার্সড্যাম নামের ওই মডেলকে বিডিএসএম-এ লিপ্ত হওয়ার জন্য প্রায় ১১ হাজার ডলার দিয়েছিলেন ওই ব্যক্তি। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৯ লক্ষ ৫৭ হাজার ৬৫৬ টাকা।
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির মাথাটিতে ব্যাগ জড়ানো ছিল। আর তা ডাক্ট টেপ দিয়ে আটকানো ছিল। আর কোর্টের নথিতে দেখানো হয়েছে যে, গোটা ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করছিলেন মাইকেলা নামে ওই মডেল। সেটি তিনি OnlyFans পেজে ব্যবহার করেছিলেন।
আর পুলিশ ওই ভিডিওটি দেখার পরেই প্রায় আট মিনিট ধরে ব্যাগে বন্ধ অবস্থায় থাকা ৫৫ বছর বয়সী মাইকেল ডেলকে উদ্ধার করেছিল। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, ওই অ্যাডাল্ট মডেল মাইকেলের পায়ে তাঁর বুটটিকে আঠা দিয়ে আটকে দিয়েছিল। এমনই অভিযোগ মডেলের বিরুদ্ধে। তবে কোর্টের নথিতে ইঙ্গিত মিলেছে যে, এটা করা হয়েছিল ডেলের অনুরোধেই।
আসলে বছর দুয়েক আগেই ক্যালিফোর্নিয়ার এসকোনডিডোয় নিজের বাড়িতে মৃত্যু হয়েছিল ডেলের। যদিও গত মাসে OnlyFans মডেলের বিরুদ্ধে খুনের চার্জ আনা হয়েছে।
প্রতিবেদনে মামলার প্রসিকিউটর ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডেভিড জারম্যানের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে যে, তথ্যগুলি দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগকে সমর্থন করে। OnlyFans মডেলের আইনজীবী যদিও দাবি করেন যে, হত্যার কোনও অভিসন্ধি ছিল না।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীদের কাছে ওই অ্যাডাল্ট মডেল জানিয়েছেন যে, একটি ওয়েবসাইটে দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন ডেল। আসলে সেই ওয়েবসাইটটি সাধারণ ভাবে এসকর্ট আর স্ট্রিপার সার্ভিসের জন্যই ব্যবহার করা হত। এরপর ২০২৩ সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ ফোন কল এবং টেক্সট মেসেজে ডেল অস্বাভাবিক অনুরোধ রাখতেন ওই মডেলের কাছে। এমনকী তাঁকে মমির মতো জড়িয়ে দেওয়ার জন্য পর্যন্ত অনুরোধ করতেন। সেই সঙ্গে তাঁর পায়ে মহিলাদের বুট আঠা দিয়ে আটকে দেওয়ারও অনুরোধ করতেন ডেল।
পুলিশের অভিযোগ, OnlyFans মডেল ডেলের বাড়ি যান ১৭ এপ্রিল ২০২৩ তারিখে। সেই সময় ডেল নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। যদিও ডেল বেশ কয়েক ঘণ্টা ওই মডেলের সঙ্গে কাটিয়েছিলেন। আর ওই অ্যাডাল্ট মডেলও ডেলের অনুরোধে বিডিএসএম-এ লিপ্ত হয়েছিলেন। এর ৪ ঘণ্টা পরে পুলিশের কাছে একটি ফোন আসে। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন যে, ডেলকে সিপিআর দিচ্ছেন ওই মডেল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় ডেলকে। পরের দিন তাঁকে ব্রেন ডেড বলে ঘোষণা করা হয়। এর দিন কয়েক পর তাঁর থেকে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষের অভিযোগ, ডেলের শ্বাসরোধ করা হয়েছিল। মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছনোর দরুন মৃত্যু হয়েছিল তাঁর।