TRENDING:

বিমানে ছবি তুলেই চমকে দিচ্ছেন মহিলা পাইলট !

Last Updated:

পাইলটদের জীবনটাকেই যেন তাঁর ক্যামেরায় বন্দী করে ফেলেছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক:   পেশায় পাইলট। কিন্তু নেশাটা যে অন্য ৷ সেটা হল ফটোগ্রাফি ৷ সেটা কীভাবে সম্ভব ৷ প্রতিদিন বিমান চালিয়ে আর ছবি তোলার সময় কোথায় ! কিন্তু ছবি তো তুলতেই হবে ৷ ককপিটের মধ্যেই তাই চলল ফটোগ্রাফি ! হ্যাঁ অবাক হওয়ার মতোই ঘটনা ৷ সেই ছবিগুলি ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement

এমন সব ছবি তিনি তুলেছেন, যা দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড় হয়। কখনও ককপিটে বসে। কখনও প্লেনের চাকায় বসে। কখনও বা ককপিটের জানলা দিয়ে মুখ বাড়িয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুইডিশ এই সুন্দরী পাইলটের নাম মারিয়া পিটারসন। তিনি আবার ফিটনেস ফ্রিকও ৷ শুধু নিজের ছবি তুলেই শখ মেটাননি মারিয়া। ছবি তুলেছেন তাঁর ক্রু মেম্বারদেরও। পাইলটদের জীবনটাকেই যেন তাঁর ক্যামেরায় বন্দী করে ফেলেছেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
বিমানে ছবি তুলেই চমকে দিচ্ছেন মহিলা পাইলট !