TRENDING:

ম্যানিলায় নৃশংসতার নয়া নজির, বিক্ষোভরত জনতার ওপর পুলিশি ভ্যান

Last Updated:

বিক্ষোভ ঠেকাতে নৃশংসতার নয়া নজির দেখাল ফিলিপিন্স পুলিশ। মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভরত জনতার ওপর দিয়েই গাড়ি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ম্যানিলা: বিক্ষোভ ঠেকাতে নৃশংসতার নয়া নজির দেখাল ফিলিপিন্স পুলিশ। মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভরত জনতার ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিলেন ম্যানিলার শান্তিরক্ষীরা। মিন্ডানাও দ্বীপ থেকে মার্কিন বাহিনীকে সরানোর দাবিতে ম্যানিলায় মার্কিন রাষ্ট্রদূতের দফতর ঘেরাও করেন বিক্ষোভকারীরা।
advertisement

সেই বিক্ষোভ সরাতেই এমন নৃশংস কাণ্ড ঘটায় ম্যানিলা পুলিশ। পুলিশ ভ্যানের ধাক্কায় অনেকেই চাকায় পিষ্ট হন। গুরুতর ভাবে জখম ১০ জন। ২৯ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ম্যানিলার বামপন্থী দল বায়ানের তরফে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিক্ষোভে সামিল হয়েছিলেন পড়ুয়ারা, কর্মরত মানুষেরা, আদিবাসী মানুষেরা ৷ প্রতিবাদীরা দেশের বামপন্থী রাজনৈতিক সংগঠন বায়ানের সদস্য ৷ এই সংগছনের সদস্যরা নিয়মিত মার্কিন বিরোধী সম্মেলন সংগঠন করে থাকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ম্যানিলায় নৃশংসতার নয়া নজির, বিক্ষোভরত জনতার ওপর পুলিশি ভ্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল