TRENDING:

দেখুন কাণ্ড ! বিমানের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন দুই যাত্রী !

Last Updated:

প্রথমে গালাগালি। তারপর সহযাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে ঘুসি চালাতে শুরু করেন এক যাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: যাত্রীর অভব্য আচরণ। প্রথমে গালাগালি। তারপর সহযাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে ঘুসি চালাতে শুরু করেন এক যাত্রী।
advertisement

টোকিও থেকে লস অ্যাঞ্জেলেসগামী অল নিপ্পন এয়ারওয়েজ-এর বিমান ছাড়ার মূহূর্তে এই ঘটনাটি ঘটে। বিমানেরই এক যাত্রী অ্যারিজোনার বাসিন্দা পুরো ঘটনাটির ভিডিও করে রাখেন। তাঁর দাবি, লাল হাওয়াইয়ান শার্ট পরা এক যাত্রী প্রথমে আচমকাই অশালীন ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। তাকে কেউ কোনও উস্কানি দেয়নি বলে দাবি ওই যাত্রীর। পরে আচমকা মারধর শুরু করেন এক সহযাত্রীকে।

advertisement

ঘটনার সময়ে বিমানে থাকা শিশুরা ভয় কাঁদতে শুরু করে। এরপর অভিযুক্ত যাত্রীকে থামান এই ভিডিও তুলে রাখা যাত্রীই। ঘটনার জেরে প্রায় ৯০ মিনিট দেরিতে ছাড়ে বিমান। দেখুন বিমানের মধ্যে দুই যাত্রীর হাতাহাতির সেই দৃশ্য নীচের  ভিডিওতে !

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
দেখুন কাণ্ড ! বিমানের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন দুই যাত্রী !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল