আদালতে ওই পিতামাতারা যুক্তি দিয়েছিলেন যে বিবাহ, দু’টি মানুষের মধ্যে একটি বন্ধন, দু’টি ব্যক্তির মধ্যে ঘনিষ্ঠতা এবং আধ্যাত্মিকতার বৃহত্তর প্রকাশ হিসাবে দেখা যায়।
প্রস্তাবিত সন্তান প্রাপ্তবয়স্ক এবং জৈবিকভাবে তাঁদের মধ্যে পিতামাতা এবং সন্তানের সম্পর্ক রয়েছে এবং আদালতের কাগজপত্র অনুসারে, “যুগলে একসঙ্গে বাচ্চা রাখতে অক্ষম।’’
নিউ ইয়র্কের আইন অনুসারে, অতি নিকট আত্মীয়ের মধ্যে যৌন সঙ্গম একটি তৃতীয় ডিগ্রি অপরাধ এবং চার বছরের কারাদন্ড হতে পারে। যে বাবা-মা তাঁদের নিজের সন্তানের সঙ্গেই বিয়ে করতে চান, তাঁরা বলেছিলেন যে, তাঁরা প্রস্তাব দিতে চান তবে আইন অক্ষত থাকাকালীন তাঁরা যদি তা করে তবে সেটা তাঁদের মানসিক ক্ষতির কারণ হতে পারে।
advertisement
কিছুদিন আগেই চিনের ঝিয়াংসু প্রদেশে এমনই আজব একটি ঘটনা ঘটেছি । ছেলের বিয়েতে গিয়ে মা দেখতে পেলেন, হবু বৌমা আসলে বহু বছর আগে তাঁর হারিয়ে যাওয়া মেয়ে । মেয়ের হাতের একটি জন্মদাগ দেখে তাঁকে চিনতে পারেন তিনি । পাত্রীর বর্তমান বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানতে পারেন, ওই মেয়েকে রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছিলেন ওই দম্পতি । তারপর থেকে তাকে নিজের মেয়ের মতো করেই বড় করে তুলেছেন তাঁরা । ভাইবোনের বিয়ে অসম্ভব হলেও, এ ক্ষেত্রে তা সম্ভব হয়েছিল । কারণ মেয়েকে হারিয়ে ওই দম্পতিও ছেলেকে দত্তক নিয়েছিলেন । ফলে পাত্রপাত্রী সম্পর্কে ভাইবোন হলেও তাঁদের মধ্যে রক্তের কোনও সম্পর্ক ছিল না ।