TRENDING:

Afghanistan : তালিবান ত্রাসের মধ্যেও বিগ্রহ ও মন্দির ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে নারাজ কাবুলের শেষ পুরোহিত

Last Updated:

কাবুল ছেড়ে ‘নিরাপদ’ কোথাও যেতে চাননি পণ্ডিত রাজেশকুমার (Pandit RajeshKumar ৷ তালিবান তাণ্ডবের (Taliban) মধ্যেও কাবুলেই থেকে যেতে চান ‘রত্তননাথ মন্দিরের’ শেষ পুরোহিত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাবুল : ডুবন্ত জাহাজ কাবুল (Kabul) ছেড়ে সকলে পালাচ্ছেন ৷ প্রস্তাব এসেছিল তাঁর কাছেও ৷ ব্যবস্থাও করে দেওয়ার জন্য রাজি ছিলেন অনেকে ৷ কিন্তু কাবুল ছেড়ে ‘নিরাপদ’ কোথাও যেতে চাননি পণ্ডিত রাজেশকুমার (Pandit RajeshKumar) ৷ তালিবান তাণ্ডবের (Taliban) মধ্যেও কাবুলেই থেকে যেতে চান ‘রত্তননাথ মন্দিরের’ শেষ পুরোহিত ৷ তাঁর আরাধ্যকে নিয়ে ৷
advertisement

বলেছেন, ‘‘আমার পূর্বপুরুষরা কয়েকশো বছর ধরে এই মন্দিরে পুজো করেছেন, সেবা করেছেন ৷ এই স্থানকে পরিত্যক্ত করে আমি যাব না ৷ যদি তালিবানরা আমাকে হত্যা করে, আমি তাকেও আমার সেবা বলেই ধরে নেব ৷ রাজেশকুমার জানিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েক জন তাঁর কাছে এসেছিলেন সাহায্যের প্রস্তাব নিয়ে ৷ নিরাপদ স্থানে যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন ৷ কিন্তু তিনি রাজি হননি ৷

advertisement

শেষ বিন্দু কাবুলের পতন হওয়ার পর থেকেই আফগানিস্তান এখন কার্যত তালিবানিস্তান ৷ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি ৷ পালানোর রাস্তা খুঁজতে বিমানের সঙ্গে ঝুলে পড়তেও দ্বিধা করছেন না অসহায় কাবুলবাসী ৷ বিমান থেকে তাঁদের দেহ খসে পড়ার ছবি দেখে আঁতকে উঠছে বিশ্ব ৷ নড়বড়ে দেওয়ার টপকে পা রাখার চেষ্টা চলছে কাবুল বিমানবন্দরে ৷ তালিবানি শাসনে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে মহিলাদের জন্য ৷ তাঁরা কার্যত প্রমাদ গুনছেন ৷

advertisement

ডিএসডিএমসি বা দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট-এর প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা বলেছেন, হিন্দু ও শিখ সম্প্রদায়ের বহু মানুষ আশ্রয় নিয়েছেন কাবুলের কারতে পরওয়ান গুরুদ্বারে ৷ কাবুলের গুরুদ্বার কমিটির প্রেসিডেন্টের সঙ্গে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন বলে জানান মনজিন্দর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তিনি জানিয়েছেন, কাবুলের গুরুদ্বারে আশ্রয় নিয়েছেন ৩২০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ৷ ‘‘তালিবান নেতারা এই আশ্রয়গ্রহণকারী মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের নিরাপত্তা নিয়েও ৷ ’’ বলেছেন মনজিন্দর ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Afghanistan : তালিবান ত্রাসের মধ্যেও বিগ্রহ ও মন্দির ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে নারাজ কাবুলের শেষ পুরোহিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল