শুধু ডিমই নয়৷ সাধ্যের বাইরে চলে গিয়েছে পেঁয়াজের দামও৷ ১ কেজি পেঁয়াজ পাকিস্তানের বিভিন্ন স্থানীয় বাজারগুলিতে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩০ থেকে ২৫০ পাকিস্তানি টাকায়৷ যেখানে সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজিতে ১৭৫ টাকা৷ পাল্লা দিয়ে বেড়েছে চিকেনের দামও৷ এক কেজি চিকেনের দাম পাকিস্তানি খুচরো বাজারে ৬১৫ টাকা৷ মুদ্রাস্ফীতি তথা অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে ইকোনমিক কোঅর্ডিনেশন কমিটি নির্দেশ দিয়েছে ন্যাশনাল প্রাইস মনিটরিং কমিটিকে৷ যাতে অত্যাবশ্যকীয় পণ্যের দাম সাধ্যের মধ্যেই থাকে৷
advertisement
আরও পড়ুন : বিস্ময় প্রতিভা বাঙালি কন্যার বিশ্বজয়! বিদেশের মাটিতে ‘বিশ্বের উজ্জ্বলতম পড়ুয়া’-র তকমা পেল প্রীষা
আন্তর্জাতিক ঋণভারেও জর্জরিত পাকিস্তান৷ ২০২৩-২৪ আর্থিক বর্ষের নভেম্বরে পাকিস্তানের ঋণের অঙ্ক পৌঁছেছে ৬৩,৩৯৯ ট্রিলিয়ন পাকিস্তানি টাকায়৷ বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানে আর্থিক বিকাশ সীমাবদ্ধ রয়েছে৷ এর ফলে সমাজের ধনীরাই উপকৃত হয়েছে৷ বাকি স্তরের মানুষ ক্রমশ পিছিয়ে পড়েছে৷
সরকারি স্তরে পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে পাকিস্তানে৷ কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধানে এখনও তার কোনও প্রতিফলন ঘটেনি৷