দুপুরে একটি সূত্র CNN-News18-কে জানায়, প্রথমে সন্দেহ করা হয়েছিল ওই দুই ভারতীয় কর্মীকে তুলে নিয়ে গিয়েছে পাকিস্তানের সিকিউরিটি এজেন্সি৷ দুজনের বিরুদ্ধেই চরবৃত্তির অভিযোগ আনার ছক কষছে৷ এ দিকে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক হাই কমিশনের দুই কর্মীকে ছাড়াতে সব রকমের কূটনৈতিক চাপ শুরু করে দেয় সকাল থেকেই৷ বিকেলের দিকে পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম দাবি করে, একটি 'হিট অ্যান্ড রান' মামলায় দুজনেই অভিযুক্ত থাকায় তাঁদের গ্রেফতার করা হয়েছে৷
advertisement
দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি'অ্যাফেয়ার্স সইদ হায়দার শাহকে ডেকে পাঠায় কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ভারতের দুই CISF কর্মীকেই মুক্তি দেওয়া হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে জামিনযোগ্য মামলা ছিল৷
কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের চাপে ইসলামাবাদের কাছে নির্দেশ যায়, অবলিম্বে দুই কর্মীকে মুক্তি দিতে হবে৷ অফিসিয়াল গাড়িতে তাঁদের হাই কমিশনে পৌঁছে দিতে হবে৷