ইসলামাবাদ: কাবুলে বিমানহানা চালিয়েছে ইসলামাবাদ৷ ইতিমধ্যেই উত্তপ্ত আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকা৷ সেখানকার কট্টরপন্থী তেহরিক-ই-লাব্বাইকের ‘আকসা মিলিয়ন মার্চ’ নিয়ে রীতিমতো ত্রস্ত পাকিস্তান৷ মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি এবং পঞ্জাব প্রদেশে৷
advertisement
আমেরিকার প্রস্তাবিত গাজা চুক্তির বিরুদ্ধে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহৌর এবং পঞ্জাব প্রদেশের শহরগুলিতে একটি মিছিল করার হুমকি দিয়েছে কট্টরপন্থী পাক সংগঠন টিএলপি। দলটি অভিযোগ করেছে যে, এটি পশ্চিমি শক্তির আস্ফালন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অনাঙ্ক্ষিত হস্তক্ষেপ৷
নিউজ১৮-এর সাথে কথা বলা সূত্র জানিয়েছে, দলটি তার সমর্থকদের ১০ অক্টোবর শুক্রবারের নমাজের পর ইসলামাবাদে মার্কিন দূতাবাসের দিকে মিছিল করার আহ্বান জানিয়েছে এবং এটিকে “গাজার বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদ” বলে অভিহিত করেছে।
সেই কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকার ১৪৪ ধারা জারি করেছে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত৷ যে কোনও রকমের রাজনৈতিক এবং ধর্মীয় জমায়েতের উপরে জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ ২০২৪ সালের সাধারণ নির্বাচনে টিএলপি পাকিস্তানের চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়, প্রায় ২৯ লক্ষ ভোট পেয়ে।