২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে গ্লোবাল টেররিস্ট তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷ ২০১২ সাল থেকে ওই জঙ্গিনেতার দাম ১ কোটি মার্কিন ডলার৷ তবে রাষ্ট্রপুঞ্জ পাকিস্তানের আবেদনে সাড়া দিয়েছে৷ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ হাফিজ সইদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদনে অনুমোদন দিয়েছে৷
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের আবেদন ছিল, হাফিজ সইদ লাহোরে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ১৯৭৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত৷ ৪৫ হাজার ৭০০ পাকিস্তানি রুপি পেনশন পান ২৫ বছর চাকরির সুবাদে৷ সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়ে৷ পরিবারের খরচ চালাতে হাফিজ সইদকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক৷ সে দেড় লক্ষ পাকিস্তানি রুপি যাতে অ্যাকাউন্ট থেকে তুলতে পারে৷
advertisement
গত ১৭ জুলাই একটি সন্ত্রাসবাদ মামলায় হাফিজ সইদকে গ্রেফতার করা হয়৷ তাকে ব্যাপক নিরাপত্তা বলয়ে লাহোরের লখপত জেলে রাখা হয়েছে৷
আরও ভিডিও: হাফিজ সইদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, ইসলামাবাদকে চাপ দিল্লির