TRENDING:

Imran Khan: রাজনৈতিক জীবন শেষ! আর প্রধানমন্ত্রী হতে পারবেন না ইমরান খান...কফিনে শেষ পেরেক পুঁতছে পাক সরকার

Last Updated:

সেই অভিযোগকে সামনে রেখে খুব শীঘ্রই এই দলকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে শেহবাজ শরিফের সরকার৷ শরিফ সরকারের এক মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, ইমরান খান আইএমএফের সঙ্গে পাক সরকারের চুক্তি ব্যর্থ করার চেষ্টা করেছেন। এরপরেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বর্তমান পাক সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাকিস্তান: বর্তমানে কারাবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে ইমরানের জন্য দুশ্চিন্তার কারণ রয়েছে আরও৷ পড়শি রাষ্ট্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে আর কোনওদিনই হয়ত প্রধানমন্ত্রী হতে পারবেন না এককালের এই দাপুটে ক্রিকেটার৷ শুধু তাই নয়, তাঁর রাজনৈতিক জীবনও  কার্যত শেষ হওয়ার পথে৷
advertisement

বর্তমানে দুই মামলায় ৭১ বছর বয়সি ইমরান খানকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন শাহনওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ৷ শোনা যাচ্ছে, সম্প্রতি তাঁর সরকার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ এনেছে৷

সেই অভিযোগকে সামনে রেখে খুব শীঘ্রই এই দলকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে শেহবাজ শরিফের সরকার৷ শরিফ সরকারের এক মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, ইমরান খান আইএমএফের সঙ্গে পাক সরকারের চুক্তি ব্যর্থ করার চেষ্টা করেছেন। এরপরেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বর্তমান পাক সরকার।

advertisement

আরও পড়ুন: আবারও কি সায়ন্তিকা-রেয়াতের মতো ঝঞ্ঝাট? নব নির্বাচিত চার বিধায়কের শপথ নিয়ে জটিলতা চায় না বিধানসভা

দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান সরকার তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি অভিযোগ করেন, ইমরানের দল দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

তারার জানাচ্ছেন, পাক সরকারের কাছে তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে৷ সেই সমস্ত প্রমাণকে হাতিয়ার করেই পাক সরকার তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে ইমরান খানের রাজনৈতিক জীবন শেষ করার প্রস্তুতি, যাতে তিনি তাঁর জনপ্রিয়তার সুযোগ আর না নিতে পারেন, তাই এই ব্যবস্থা।

advertisement

আরও পড়ুন: উপনির্বাচনে ভোট বাড়াল বাম-কংগ্রেস! কিছুটা হলেও হল মুখরক্ষা, কী বলছে পরিসংখ্যান?

পাক সরকার দাবি করেছে, ইমরান খানের দলের নেতারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে পাকিস্তানের চুক্তি ব্যর্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে ছিলেন। সেই কারণেই আইএমএফের সহায়তা পায়নি পাকিস্তান। তারার বলেন, ‘‘আমরা বিষয়টাকে দেশবিরোধী কার্যকলাপ বলে মনে করছি এবং সেই কারণেই আমরা ইমরান খানের দলকে নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইমরান খানকে গত ৯ মে লাহৌরে সংঘটিত হিংসার মামলায় গ্রেফতার করা হয়। তবে নিরাপত্তার কারণে তাঁকে বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রাখা হয়েছে। তবে তাঁকে লাহৌর জেলে পাঠানোর প্রস্তুতি চলছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan: রাজনৈতিক জীবন শেষ! আর প্রধানমন্ত্রী হতে পারবেন না ইমরান খান...কফিনে শেষ পেরেক পুঁতছে পাক সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল