TRENDING:

Pakistan Floods: দুই ছেলেকে বাঁচানোর চেষ্টা বাবার! কোথাও হাউ হাউ কান্না! সামনে এলো পাকিস্তানের বন্যার ভয়াবহ ভিডিও

Last Updated:

Pakistan Floods: বন্যায় ভেসে যাচ্ছে ঘর-বাড়ি! কোথাও ছেলেকে বুকে আকড়ে বাঁচার চেষ্টা বাবার! জল নেই! খাবার নেই! মৃত্যু বাড়ছে! ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে! ভিডিও দেখলে শিউরে উঠবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাকিস্তান:  ভয়াবহ অবস্থা পাকিস্তানের। বন্যায় হাজার হাজার মানুষ ভেসে গিয়েছেন। বিস্তীর্ণ এলাকা বানভাসী! কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন এই বন্যায়। ঘর বাড়ি ভেসে গিয়েছে। চাষের জমি নষ্ট হয়েছে। খাওয়ার জল পর্যন্ত নেই। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন মৌসুমী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও পর্যন্ত বন্যার কারণে দেশের পাহাড়ী এলাকার গ্রামগুলির সঙ্গে যোগাযোগ করা যায়নি। কয়েক-শ পাহাড়ী গ্রাম এখনও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
advertisement

২০১০ সালে পাকিস্তানে যে বন্যা হয়েছিল তার সঙ্গে এটির তুলনা করা যায়। সেই সময় ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দেশের প্রায় পাঁচ ভাগ ছিল জলের তলায়! মানুষের করুণ অবস্থা দেখলে চোখে জল আসবে। সম্প্রতি বেশ কিছু ভিডিও ঘুরছে সোশ্যাল মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে বন্যায় বাবা মাকে হারিয়ে মাঝ জলে দাঁড়িয়ে চিৎকার করছে। আবার কোথাও দেখা যাচ্ছে বাবা তাঁর দুই ছেলেকে বুকে আঁকড়ে পাড় হতে চাইছেন। এদিকে জলের তোড়ে বেসে যাচ্ছে সব কিছু। কোনও মতে দুই ছেলেকে বুকে আগলে পার হন বাবা।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে দেখা যাচ্ছে ঘর বাড়ি সব কিছু জলে ভেসে চলে যাচ্ছে। ব্রিজ ভেঙে পড়ে গেছে। মানুষ খাবার, জল কিচ্ছু পাচ্ছে না। কীভাবে পাকিস্তান এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করবে তা নিয়ে সকলেই চিন্তায়! ইতিমধ্যেই পাকিস্তানের ভয়াবহ পরিস্থিতি দেখে বিবৃতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে প্রতিবেশী দেশের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। পাশাপাশি, তাঁর প্রার্থনা, শীঘ্রই প্রতিবেশী দেশের জনজীবন স্বাভাবিক হোক। তবে সোশ্যাল মাধ্যমে যে ভিডিও ঘুরছে তা দেখলে চোখের জল আটকানো মুশকিল!

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Floods: দুই ছেলেকে বাঁচানোর চেষ্টা বাবার! কোথাও হাউ হাউ কান্না! সামনে এলো পাকিস্তানের বন্যার ভয়াবহ ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল