TRENDING:

Asim Munir in China: বেজিংয়ে গিয়ে বিপাকে মুনির, কোন প্রশ্নের মুখে পড়লেন পাক সেনাপ্রধান? বড় চিন্তায় চিন

Last Updated:

গত মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের পর এই প্রথম চিনে পা রাখলেন পাক সেনাপ্রধান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাকিস্তানের পরম বন্ধু চিন৷ কিন্তু সেই দেশে গিয়েই বেজায় অস্বস্তিতে পড়লেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির৷ খোদ চিনের বিদেশমন্ত্রীর এই প্রশ্নের মুখে পড়ে বিশ্বের দরবারেও আরও একবার মুখ পুড়ল পাকিস্তানের৷
চিনে গিয়ে অস্বস্তিতে আসিম মুনির৷
চিনে গিয়ে অস্বস্তিতে আসিম মুনির৷
advertisement

মুখোমুখি সাক্ষাতে আসিম মুনিরকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে চিনের নাগরিকদের নিরাপত্তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেন৷ শুধু চিনা নাগরিক নন, চিনের সাহায্যে পাকিস্তানে যে সমস্ত প্রকল্প গুলি চলছে বা চিনা প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেগুলির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চিনের বিদেশমন্ত্রী৷

প্রসঙ্গত গত বেশ কয়েক বছর ধরেই পাকিস্তানে চিনা বিভিন্ন প্রকল্পে কর্মরত চিনা নাগরিকরা জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন৷ পরিস্থিতি সামাল দিতে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেন, পাকিস্তান এবং চিনের সম্পর্কের দৃঢ় বন্ধন বছরের পর বছর ধরে সুদৃঢ় থেকেছে এই ধরনের কঠিন পরিস্থিতির মুখেও অটুট রয়েছে৷ এর পাশাপাশি তিনি চিনের বিদেশমন্ত্রীকে আশ্বস্ত করেন, পাকিস্তানের সেনাবাহিনী চিনা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করবে৷

advertisement

২০২৪ সালের অক্টোবর মাসেই করাচি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে দু জন চিনা ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়৷ ওই বছরেরই মার্চ মাসে উত্তর পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাঁচ জন চিনা শ্রমিক প্রাণ হারান৷

গত মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের পর এই প্রথম চিনে পা রাখলেন পাক সেনাপ্রধান৷ অপারেশন সিঁদুরে ভারতের হাতে নাস্তানাবুদ হওয়ার পর সামরিক অবস্থান মজবুত করতে বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার কৌশল নিয়েছে ইসলামাবাদ৷ যাতে আঞ্চলিক ভাবে তাঁদের অবস্থান আরও মজবুত হয়৷ কিন্তু বেজিংয়ে পা দিয়ে উল্টে অস্বস্তিতে পড়তে হল পাকিস্তানের সেনাপ্রধানকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১২ হাজার টাকা বিনিয়োগে লাভ ৬০ হাজার! চাষের কৌশলে বদল, 'এই' চাষ করে অঢেল কামাচ্ছেন চাষিরা
আরও দেখুন

বেজিংয়ের মন গলাতে অবশ্য চেষ্টার ত্রুটি রাখেননি আসিম মুনির৷ পাকিস্তানের আর্থ সামাজিক উন্নয়নে যেভাবে বেজিং পাশে থেকেছে, তার প্রশংসা করেন মুনির৷ অন্যদিকে ফিল্ড মার্শাল পদে উন্নত হওয়ার জন্য অসিম মুনিরকে অভিনন্দন জানান চিনা বিদেশমন্ত্রী৷ পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের দিক থেকে চিনের কাছে পাকিস্তান সর্বদা অগ্রাধিকার পাবে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Asim Munir in China: বেজিংয়ে গিয়ে বিপাকে মুনির, কোন প্রশ্নের মুখে পড়লেন পাক সেনাপ্রধান? বড় চিন্তায় চিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল