জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর জন্য একটি খসড়াও তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত ২৮ জুন বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ তদন্ত কমিশন গঠনের বিষয়ে নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: গ্রেফতার অনুব্রত, স্বস্তির শ্বাস ফেলে ফের বীরভূমে জমি আন্দোলন! জোট বাঁধছে কৃষকরা
advertisement
জানা গিয়েছে, তাদের তৈরি খসড়ায় হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে বলা হয়, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের বিচারের দাবি সংক্রান্ত বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন নজরে এনে হাইকোর্ট ওই বছরের ১৫ ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত রুল জারি করে।
আরও পড়ুন: কিছুতেই জামিন চাইছেন না অর্পিতা! নেপথ্যে বড় আশঙ্কা, জেলের বাইরে বেরনোও বন্ধ
পদ্মা সেতুর নির্মাণ চুক্তি সংক্রান্ত অসত্য তথ্য ছড়িয়ে সরকারের বিরুদ্ধে যড়যন্ত্রের নেপথ্যের প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তদন্ত কমিশন গঠনের আদেশ কেন দেওয়া হবে না, সেই মর্মে রুলটি জারি করা হয়। গত ২৮ জুন ওই মামলার রায় ঘোষণা করা হয়। এবার কমিশন গঠন করে সেই ষড়যন্ত্রকারীদেরই খুঁজে বের করতে চাইছে হাসিনা সরকার।