TRENDING:

মোদি নামের বিশেষ ফুল পাওয়া যাবে সিঙ্গাপুরে

Last Updated:

এবার থেকে সিঙ্গাপুর অর্কিড গার্ডেনে দেখা মিলবে মোদি নামের অর্কিডের৷ নরেন্দ্র মোদির নামে সেদেশের এই বিশেষ ধরণের অর্কিডের নামকরণ করে মোদিকে সম্মান জানালো দক্ষিণ এশিয়ার এই দেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিঙ্গাপুর: এবার থেকে সিঙ্গাপুর অর্কিড গার্ডেনে দেখা মিলবে মোদি নামের অর্কিডের৷ নরেন্দ্র মোদির নামে সেদেশের এই বিশেষ ধরণের অর্কিডের নামকরণ করে মোদিকে সম্মান জানালো দক্ষিণ এশিয়ার এই দেশ৷ লালচে বাদামি রঙের এই বিশেষ প্রজাতির অর্কিডের নাম দেওয়া হয়েছে ডেনড্রোবিয়াম নরেন্দ্র মোদি৷
advertisement

advertisement

আরও পড়ুন হোয়াই হাউজে এবার ইফতারের আমন্ত্রণ ট্রাম্পের

তিন দিনের সফরে সিঙ্গাপুরে রয়েছেন নরেন্দ্র মোদি৷ সিঙ্গাপুরের এই সম্মানে তিনি বিশেষভাবে সম্মানিত বলেই মত প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী৷ এরআগেও তাঁর নামে ফুলের নামকরণ হয়েছে৷ ইসরায়েলে মোদির প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে, ড্যানজিগর ফ্লাওয়ার ফার্মের এক বিশেষ ধরণের ক্রিসেনথিমামের নাম দেওয়া হয় মোদি৷ এছাড়া সিকিমে এক ধরণের অর্কিডের নাম দেওয়া হয়েছে সিমবিডিয়াম নমো৷

advertisement

আরও পড়ুন সিঙ্গাপুরেও প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিট্যাল ইন্ডিয়া, কেনাকাটা করলেন Rupay কার্ডে

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

তবে শুধু নরেন্দ্র মোদিই নন৷ এই সম্মান পেয়েছেন এদেশের অনেকেই৷ রাষ্ট্রপতি ভবনের মুঘোল গার্ডেনে প্রণব মুখার্জির স্ত্রীর শুভ্রা মুখার্জির নামে রয়েছে একধরণের গোলাপ৷ একইভাবে মাদার টেরেসা, জওহারলাল নেহরুর নামেও নামকরণ হয়েছে গোলাপের৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
মোদি নামের বিশেষ ফুল পাওয়া যাবে সিঙ্গাপুরে