স্বাভাবিক ভাবেই সেই সাপ দেখে হাড়হিম অবস্থা সকলের। কিন্তু সাপটি বেশ আরামেই সাঁতার কেটে বেড়াচ্ছিল। অন্তত ভিডিওয়ে তেমনই দেখা যাচ্ছে। সাপটির ভিডিও শেয়ার করেছে স্নেক ক্যাচারস অ্যাডিলেড নামের একটি প্রশিক্ষিত সাঁপুড়ের দল। ভিডিও শেয়ারের পাশাপাশি স্নেক ক্যাচারস লেখে, “আজ ম্যারিনো-তে এই সুন্দর ইস্টার্ন ব্রাউন সাপটি ঠান্ডা হওয়ার জন্য পছন্দ মতো জায়গা খুঁজে নিয়েছে।”
advertisement
ভিডিওটি দেখে একজন কমেন্ট করেন, “এ বছর গ্রীষ্মে মনে হচ্ছে এই সাপগুলি যেখানে সেখানে চলে আসতে পারে।” শুধু তাই নয়, একজন আবার সাপের প্রশংসা করে লিখেছেন, “সুন্দর সাঁতারু।” তবে দেখতে যতই সুন্দর হোক, এই ইস্টার্ন ব্রাউন কিন্তু সব থেকে বিষধর সাপগুলির মধ্যে একটি। অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তে প্রচুর দেখা যায় এই প্রজাতির সাপ। দেশে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেও এর এদের হাত নেহাত কম নয়।
অস্ট্রেলিয়ার মিউজিয়াম-এর তরফে জানা গিয়েছে, অন্যান্য প্রজাতির থেকে এই প্রজাতির সাপ আত্মরক্ষায় ছোবল মারে বেশি। কোনও রকম ভাবে এদের বিরক্ত করলেই, ফল হতে পারে খুব খারাপ। এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে, পঙ্গু হয়ে যেতে পারে মানুষ।